মাশরাফির সাথে খেলতে সিলেটে ভিলিয়ার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২১ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯
মাশরাফির সাথে খেলতে সিলেটে ভিলিয়ার্স

ছবি: ফেসবুক

বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ক্রিস গেইল, মাশরাফির মতো বাঘা বাঘা খেলোয়াড় নিয়েও বিপিএলের এবারের আসরে তেমন সুবিধা করতে পারছে না। তবে হয়তো রংপুরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করার জন্যই চলে এসেছেন এবি ডি ভিলিয়ার্স।

আজ (বৃহস্পতিবার) সকালে ঢাকায় পৌঁছে হেলিকপ্টারে সিলেটের উদ্দেশে রওনা দেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান। পরে দুপুরে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। সেখান থেকে সরাসরি যান টিম হোটেলে।

সবকিছু ঠিকটাক থাকলে পরশু সিলেট সিক্সার্সের বিপক্ষে তাঁকে দেখা যাবে রংপুরের জার্সিতে। ডি ভিলিয়ার্স ছাড়াও আরেক প্রোটিয়া পেসার ওয়েন পারনেলও পৌঁছেছেন সিলেটে। তিনিও খেলবেন রংপুরের হয়ে।

রংপুর রাইডার্স ৬ ম্যাচ খেলার পর ফ্র্যাঞ্চাইজি দলটিতে যোগ দেওয়ার কথা ছিল ডি ভিলিয়ার্সের। সেই কথামতো রংপুর ছয় ম্যাচ খেলার পরই এলেন তিনি। ৬ ম্যাচে মাত্র ২ জয়ে পয়েন্ট তালিকায় তেমন একটা সুবিধাজনক অবস্থানে নেই রংপুর। পঞ্চম স্থানে রয়েছে দলটি। এর আগে টানা তিন ম্যাচ হেরেছে রংপুর। ডি ভিলিয়ার্স যোগ দেওয়ায় নিশ্চিতভাবেই জয়ের পথে ফেরার আশা দেখছেন রংপুর সমর্থকরা।

'মি ৩৬০ ডিগ্রি' খ্যাত এবি ডি ভিলিয়ার্স দক্ষির আফ্রিকার হয়ে ১১৪টি টেস্ট, ২২৮টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। ৭৮টি টি-টোয়েন্টিতে মোট ১ হাজার ৬৭২ রান করেন। এর মধ্যে ১০টি অর্ধশত রয়েছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন

স্মিথের পর ওয়ার্নারও ফিরে যাচ্ছেন

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

চ্যাম্পিয়ন রংপুরকে হারিয়ে দিল সিলেট

গেইলকে পেটালেন হঠাৎ ‘ডানহাতি’ ওয়ার্নার (ভিডিও)

গেইলকে পেটালেন হঠাৎ ‘ডানহাতি’ ওয়ার্নার (ভিডিও)

অনবদ্য ঢাকাকে রুখে দিল মিরাজরা

অনবদ্য ঢাকাকে রুখে দিল মিরাজরা