বিপিএলে চমক দেখাতে পারেন বাংলাদেশি ‘আফ্রিদি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৪২ পিএম, ১৭ জানুয়ারি ২০১৯
বিপিএলে চমক দেখাতে পারেন বাংলাদেশি ‘আফ্রিদি’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ষষ্ঠ আসরে বাংলাদেশি নতুন খেলোয়াড়রাই অনেক বেশি চমক দেখাচ্ছেন। তাদের মধ্যে আলিস ইসলাম একজন। যিনি ঢাকা ডায়নামাইটসের হয়ে অভিষেক ম্যাচেই নিজেকে চিনিয়েছেন। তেমনি এ আসরে চমক দেখাতে অপেক্ষা করছেন বাংলাদেশি আফ্রিদি।

পুরো নাম মিনহাজুল আবেদিন আফ্রিদি। ১৫ বছর বয়সী এই লেগ স্পিনার এবারের বিপিএলে রংপুরের হয়ে অভিষেকের অপেক্ষা রয়েছেন। হয়তো আলিসের মতো তিনিও বোলিংয়ে দেখাতে পারেন চমক।

আন্তর্জাতিক ক্রিকেটে খেলানোর উপযোগী একজন লেগ স্পিনার অনেক দিন ধরেই খুঁজছে বাংলাদেশ। যদি বিপিএল আফ্রিদি দুর্দান্ত পারফরম্যান্স দেখাতে পারে তাহলে হয়তো জাতীয় দলে খেলার দরজা প্রশস্ত হয়ে যাবে।

আফগান লেগ স্পিনার রশিদ খান ও রংপুর রাইডার্স স্কোয়াডে থাকা মিনহাজুল আবেদিন আফ্রিদির মধ্যে মিল খুঁজে পেয়েছেন রংপুরের স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক। তরুণ এই লেগ স্পিনার রশিদের মতই কুইক আর্ম অ্যাকশনের বোলার। তাই খুবই শ্রীঘ্রই রংপুরের হয়ে মাঠে দেখে যেতে পারে আফ্রিদিকে।

রফিক বলেন, ‘আমি তাকে রশিদ খানের সাথে তুলনা করতে পারি। রশিদ খান যেই ক্যাটাগরির সেও একই ক্যাটাগরির। হ্যাঁ, আছে (গতির মিল)। তাকে একটু সময় দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘যাই হোক, ভালো প্লেয়ারও ছয় খাচ্ছে। এখন ওকে নিয়ে একটু চেষ্টা করে দেখি। ঢাকা যেটা করেছে, ওই ছেলে ফিল্ডিংয়ে দুটি ক্যাচ ছাড়লেও সেই ছেলেই কিন্তু ম্যাচ জিতিয়ে দিয়েছে। আমি মনে করি ওর থেকে ভালো হবে সে।’

সত্যিই চলমান বিপিএলে মিনহাজুল আবেদিন আফ্রিদি চমক দেখাতে পারেন তাহলে বাংলাদেশের জন্যই ভালো। কারণ, একজন আন্তর্জাতিক মানের লেগ স্পিনার টাইগারদের প্রয়োজন। তাহলে সাকিবদের বোলিং লাইন আরও শক্তিশালী হবে তা আর বলার অপেক্ষা রাখে না।


শেয়ার করুন :


আরও পড়ুন

অভিষেকে দেখা যাবে কি অঙ্কনের চমক?

অভিষেকে দেখা যাবে কি অঙ্কনের চমক?

নেট বোলার থেকে জাতীয় দলের পথে!

নেট বোলার থেকে জাতীয় দলের পথে!

অভিষেকেই অচেনা আলিসের হ্যাটট্রিক রেকর্ড

অভিষেকেই অচেনা আলিসের হ্যাটট্রিক রেকর্ড

সিলেটের মাটিতে সিলেটের বিপক্ষে মাশরাফির টস জয়

সিলেটের মাটিতে সিলেটের বিপক্ষে মাশরাফির টস জয়