গুড বাই খুলনা টাইটান্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৬ জানুয়ারি ২০১৯
গুড বাই খুলনা টাইটান্স

ছবি : বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টে ষষ্ঠ আসর থেকে কার্যত বিদায় নিলো মাহমুদুউল্লাহ রিয়াদের খুলনা টাইটন্স। আসরের ৩১তম ম্যাচে সিলেট সিক্সার্সের কাছে ৫৮ রানে হেরে গেছে খুলনা।

বিপিএলের এবারের আসরে ১০ম ম্যাচে চতুর্থ জয়ের স্বাদ নিল সিলেট। ফলে ৮ পয়েন্ট সংগ্রহে নিয়ে পরের রাউন্ডে খেলার আশা বাঁচিয়ে রাখলো সিলেট। অন্যদিকে সমানসংখ্যক ম্যাচে ২ জয় ৮ হারে ৪ পয়েন্ট সংগ্রহে আছে খুলনার। এ হারে এবারের আসরে পরের রাউন্ডে খেলার আশা শেষ হয়ে গেল খুলনার।

শনিবার জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামের ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় সিলেট সিক্সার্স। ব্যাট হাতে দলকে দারুন সূচনা এনে দেন দলের দুই ওপেনার লিটন দাস ও আফিফ হোসেন। ৭ দশমিক ১ ওভারে দলীয় ৭১ ও ব্যাক্তিগত ৩৪ রানে আউট হন লিটন দাস। তাইজুল ইসলামের বলে ডেভিড উইসের কেচ বিহাইন্ড হওয়ার আগে ২২ বলের ইনিংসে তিনটি চার ও দুইটি ছক্কা হাকান লিটন।

তিন নম্বরে জেসন রয় মাত্র ১ রানে আউট হলেও এক প্রান্তে অবিচল ছিলেন অপর ওপেনার আফিফ হোসেন। কিন্তু দুর্ভাগ্য আফিফের হাফ সেঞ্চুরির কাছে গিয়েও মাত্র এক রান দূরে থাকতে তাইজুলের তৃতীয় শিকারে পরিণত হতে হয় তাকে। ৩৭ বলে পাঁচটি চার ও দুইটি ছক্কায় ৪৯ রানে ফিরে যেতে হয় আফিফকে।

তবে দলের রানের চাকা সচল রেখেছেন সাব্বির রহমান। পাঁচ নম্বরে ব্যাট নেমে ২৯ বলে চারটি বাউন্ডারি ও দুইটি ওভার বাউন্ডারিতে শেষ পর্যন্ত ৪৪ রানে অপরাজিত থাকেন সাব্বির। এ ছাড়া শেষ দিকে নিকোলাস পুরানের ১০ বলে এবং পাকিস্তানী মোহাম্মদ নওয়াজেন অপরাজিত ৩৯ রানে বড় সংগ্রহ পায় সিলেট। ২১ বলে তিন চার এবং ২ ছক্কার একটি ঝড়ো ইনিংস খেলেন নওয়াজ। খুলনার তাইজুল ইসলাম ৩০ রানে ৩ উইকেট শিকার করেন।

জয়ের জন্য ১৯৬ রানের বড় টার্গেট স্পর্শ করতে মারমুখী মেজাজে শুরু করেছিলেন খুলনার ওপেনার জুনায়েদ সিদ্দিকি। ৪টি বাউন্ডারি দিয়ে শুরু করেও ১১ বলে ২০ রান করে তাসকিন আহমেদের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

আরেক ওপেনার জিম্বাবুয়ের ব্রেন্ডন টেইলর রানের চাকা সচল রেখেও বেশি দূর যেতে পারেননি। ২৩ বলে ৩৪ রানে আউট হন টেইলর। ৩টি চার ও ১টি ছক্কা হাকিয়ে নিজের স্কোর আরো বড় করতে থাকা টেইলর শিকার হন নাবিল সামাদের।

দুই ওপেনার ভালো শুরু করে ফিরলেও খুলনার পরের দিকের ব্যাটসম্যানরা যাওয়ার আসার মধ্যেই ছিলেন। আল আমিন ১৬, নাজমুল হোসেন শান্ত ৩, অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ১১, ডেভিড উইসে ৫ ও ইয়াসির শাহ ৮ রান করে ফিরেন। এরমাঝে কিছুটা লড়াই করার চেষ্টা করেন আরিফুল হক। তবে ২১ বলে ২৪ রান করে নাবিলের দ্বিতয়ি শিকার হন তিনি।

১২৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে খুলনা। শেষ পর্যন্ত ১৩৭ রানে গুটিয়ে যায় খুলনা। সিলেটের স্পিনার নাবিল সামাদ ২০ রানে ৩ উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর
সিলেট সিক্সার্স : ১৯৫/৪, ২০ ওভার (আফিফ ৪৯, সাব্বির ৪৪*, নওয়াজ ৩৯*: তাইজুল ৩/৩০)।
খুলনা টাইটন্স : ১৩৭/১০, ১৮.১ ওভার (টেইলর ৩৪, আরিফুল ২৪, নাবিল ৩/২০)।
ফল : সিলেট সিক্সার্স রানে ৫৮ জয়ী।
ম্যাচ সেরা : মোহাম্মদ নওয়াজ (সিলেট সিক্সার্স)।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে ‌'বিদ্যুৎ বিভ্রাট'

বিপিএলে ‌'বিদ্যুৎ বিভ্রাট'

বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

বিপিএল দেখলো দ্বিতীয় সেঞ্চুরি

বিপিএলে দুই সেঞ্চুরির রেকর্ড

বিপিএলে দুই সেঞ্চুরির রেকর্ড

রুশো-হেলস তাণ্ডবে রংপুরের দুর্দান্ত জয়

রুশো-হেলস তাণ্ডবে রংপুরের দুর্দান্ত জয়