বিপিএলে চ্যাম্পিয়ন-রানার্সআপ দল কত টাকা পেলো?

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৯
বিপিএলে চ্যাম্পিয়ন-রানার্সআপ দল কত টাকা পেলো?

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সাকিবের ঢাকাকে ১৭ রানে হারায় ইমরুল-তামিমের কুমিল্লা। চ্যাম্পিয়ন-রানার্সআপ কত টাকা পেলো?

চলুক দেখে নেই চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রানার্সআপ ঢাকা ডায়নামাইটস এবং টুর্নামেন্ট সেরা কে কত টাকা পেলেন।

চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স সর্বোমোট ২ কোটি টাকা পেয়েছে। অপরদিকে রানার্সআপ দল ঢাকা ডায়নামাইটস মোট ৭৫ লাখ টাকা পায়।

ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করেন কুমিল্লার ওপেনার তামিম ইকবাল। ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তিনি ম্যাচ সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। এবারের বিপিএলে দ্বিতীয় সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান তামিম ইকবাল। ১৪ ম্যাচ খেলে ৪৬৭ রান করেছেন তিনি। তার দুইটি হাফ সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি রয়েছে। তামিম পেয়েছেন ১ হাজার ডলার অর্থাৎ ৮৫ হাজার টাকা।

shakib

অপরদিকে, সাকিব বল হাতে সর্বোচ্চ ২৩ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতে করেছেন ৩০১ রান। নামের পাশে রয়েছে দুটি হাফ সেঞ্চুরি। ব্যাটে-বলে অনন্য পারফরম্যান্সের সুবাদে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। তিনি পেয়েছেন ৫ হাজার ডলার। বাংলাদেশী টাকায় যার মূল্য ৪ লাখ ১৯ হাজার ১৭৫ টাকা। এছাড়া তাকে একটি মোটরসাইকেলও দেওয়া হয়।


শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএলে টুর্নামেন্ট সেরা সাকিব

বিপিএলে টুর্নামেন্ট সেরা সাকিব

তামিম তাণ্ডবে কুমিল্লা চ্যাম্পিয়ন

তামিম তাণ্ডবে কুমিল্লা চ্যাম্পিয়ন

বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরি

বিপিএলের ফাইনালে তামিমের সেঞ্চুরি

ছবিতে বিপিএল ফাইনালের উৎস

ছবিতে বিপিএল ফাইনালের উৎস