চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০১৯
চট্টগ্রাম পর্ব শেষে বিপিএলে সর্বোচ্চ রান মালানের

ছবি : বিসিবি

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেটের চট্টগ্রাম পর্ব শেষ হয়েছে। চট্টগ্রাম পর্ব শেষে ব্যাটসম্যানদের রানের তালিকায় সবার ওপরে আছেন কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালান।

৬ ইনিংসে ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে ৩০০ রান করেছেন তিনি। দ্বিতীয়স্থানে রয়েছেন খুলনা টাইগার্সের দক্ষিণ আফ্রিকার খেলোয়াড় রাইলি রুশো। ৫ ইনিংসে ৩টি হাফ-সেঞ্চুরিতে ২৫৯ রান করেছেন তিনি।

শীর্ষ পাঁচজনের মধ্যে মাত্র একজন দেশি খেলোয়াড় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ইমরুল কায়েস। ৭ ইনিংসে ২টি হাফ-সেঞ্চুরিতে ২৩৫ রান নিয়ে পঞ্চমস্থানে রয়েছেন ইমরুল।

এদিকে চলমান বঙ্গবন্ধু বিপিএলের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি করেন মালান। তবে নিজের সেঞ্চুরি করলেও দল হেরেছে। চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে সেঞ্চুরি করেন কুমিল্লা ওয়ারিয়র্সের ইংল্যান্ডের খেলোয়াড় ডেভিড মালান।

৫৪ বলে ১০০ রান করেও দলকে জেতাতে পারলেন না তিনি। রাজশাহীর আফিফ হোসেনের ৫৩ বলে ৭৬ রান কল্যাণে চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে কুমিল্লাকে ৭ উইকেটে হারায় রাজশাহী। ফলে সেঞ্চুরি করেও দলকে জেতাতে না পারায় হতাশ মালান।

চট্টগ্রাম পর্ব শেষে বঙ্গবন্ধু বিপিএলে শীর্ষ পাঁচ ব্যাটসম্যান
১. ডেভিড মালান (কুমিল্লা ওয়ারিয়র্স) : ম্যাচ ৬, ইনিংস ৬, রান ৩০০, হাফ-সেঞ্চুরি ১, সেঞ্চুরি ১
২. রিলি রৌসু (খুলনা টাইগার্স) : ম্যাচ ৫, ইনিংস ৫, রান ২৫৯, হাফ-সেঞ্চুরি ৩, সেঞ্চুরি ০
৩. চাঁদউইক ওয়ালটন (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : ম্যাচ ৭, ইনিংস ৭, রান ২৪০, হাফ-সেঞ্চুরি ২, সেঞ্চুরি ০
৪. জনসন চার্লস (সিলেট থান্ডার) : ম্যাচ ৬, ইনিংস ৬, রান ২৩৬, হাফ-সেঞ্চুরি ২, সেঞ্চুরি ০
৫. ইমরুল কায়েস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) : ম্যাচ ৭, ইনিংস ৭, রান ২৩৫, হাফ-সেঞ্চুরি ২, সেঞ্চুরি ০।


শেয়ার করুন :


আরও পড়ুন

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

নাসিরের বলে সবচেয়ে বেশি রান

সিএ’র দশক সেরাতেও সাকিব, ধোনির কারণে বাদ মুশফিক

সিএ’র দশক সেরাতেও সাকিব, ধোনির কারণে বাদ মুশফিক

৫ জানুয়ারি ঢাকা আসছেন গেইল

৫ জানুয়ারি ঢাকা আসছেন গেইল

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ

বিপিএল নিয়ে মেহেদীর কণ্ঠে আক্ষেপ