‘নো-বল’ ঘটনায় সান্তোকিকে জিজ্ঞাসাবাদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৫৭ পিএম, ২৮ ডিসেম্বর ২০১৯
‘নো-বল’ ঘটনায় সান্তোকিকে জিজ্ঞাসাবাদ

বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী দিন (১১ ডিসেম্বর, বুধবার) চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে ‘নো-বল’ ও ‘ওয়াইড বল’ করার বিষয়ে সিলেট থান্ডারের ওয়েস্ট ইন্ডিজের বাঁ-হাতি পেসার ক্রিশমার সান্টোকিকে জিজ্ঞাসাবাদ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ)। ওই ম্যাচে চারটি ওয়াইড ও একটি নো-বল করেন সান্টোকি।

সিলেট থান্ডারের বোলিং ইনিংসে দ্বিতীয় বোলার হিসেবে আক্রমণে আসেন সান্টোকি। নিজের তৃতীয় ডেলিভারিতে বড় ধরনের ওয়াইড দেন তিনি। দু’বল পর একটি বড় নো-বলও দেন বাঁ-হাতি এ পেসার। নন-স্ট্রাইকে ক্রিজের লাইনে অনেক বাইরে তার পা ছিল। এতেই প্রশ্ন ওঠে। অনেক বিশেষজ্ঞই ওই দু’টি ডেলিভারি নিয়ে সন্দেহ প্রকাশ করেন।

সিলেট থান্ডারের টিম ডিরেক্টর তানজিল চৌধুরী সান্টোকির প্রথম ওভার নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং ওয়াইড ও নো-বলের জন্য বিসিবিকে তদন্তের জন্য অনুরোধ করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘সান্টোকিকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন দুর্নীতি বিরোধী কমিটি (এসিইউ) এবং সে দিন তার বোলিংয়ের ভিডিওটি ভালোভাবে পর্যবেক্ষণ করেছে।’

তিনি আরও বলেন, ‘এ বিষয়টি নিয়ে বিসিবি চিন্তা-ভাবনা করছে না, এমন নয়। এসিইউ, সান্টোকির ভিডিওটি দীর্ঘক্ষণ পর্যবেক্ষণ করেছে। কারণ এ জাতীয় ইস্যুতে কাজ করার সময় ভালোভাবে সবকিছু জানাটা জরুরি।’

চট্টগ্রামের বিপক্ষে ওই ম্যাচে সিলেট ৫ উইকেটে ম্যাচ হারে। ৪ ওভার বল করে ৩৪ রানে ১ উইকেট নেন সান্টোাকি। এমন ঘটনার পরও জ্যামাইকার এ খেলোয়াড়ের পাশে থাকার সিদ্বান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট।

জালাল বলেন, ‘এসিইউ ইতোমধ্যে বিসিবিকে তাদের প্রতিবেদনটি জমা দিয়েছে। তবে আমি এখনো নিশ্চিত নই, এ বিষয়ে কোন সিদ্বান্ত নেওয়া হয়েছে কি-না।’


শেয়ার করুন :


আরও পড়ুন

চার বছর পর বিপিএলে সৌম্যর ফিফটি

চার বছর পর বিপিএলে সৌম্যর ফিফটি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

মনের লুকিয়ে রাখা আক্ষেপ ঝাড়লেন মাশরাফি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ম্যাচ আয়োজন করতে চায় ভারত

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ম্যাচ আয়োজন করতে চায় ভারত

বিপিএল ইতিহাসে প্রথম তামিম ইকবাল

বিপিএল ইতিহাসে প্রথম তামিম ইকবাল