হাই-ভোল্টেজ ম্যাচ হবে রাজশাহী-চট্টগ্রাম, থাকছে গেইল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:১৫ এএম, ০৭ জানুয়ারি ২০২০
হাই-ভোল্টেজ ম্যাচ হবে রাজশাহী-চট্টগ্রাম, থাকছে গেইল

বঙ্গবন্ধু বিপিএল খেলতে ঢাকায় পা রেখেছেন ইউনিভার্স বস ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার শেষ পর্বে প্রথম ম্যাচেই রাজশাহী রয়্যালসের বিপক্ষে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে মাঠে নামবেন। গেইলের উপস্থিতিতে রাজশাহী-চট্টগ্রামে ম্যাচটি রূপ নিয়েছে হাই-ভোল্টেজে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে রাজশাহী-চট্টগ্রাম ম্যাচ। বিপিএলে প্লে-অফে খেলা নিশ্চিত করা এ দু’দলের ম্যাচে পুরো সময় জুড়েই স্পট লাইটে থাকবেন গেইল।

১০ ম্যাচে ৭টি করে জয় ও ৩টি করে হারে সমান ১৪ পয়েন্ট করে রয়েছে রাজশাহী ও চট্টগ্রামের। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে রাজশাহী। ফলে এককভাবে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখলের লক্ষ্যে নিয়ে খেলতে নামবে দু’দল।
তারপরও এ ম্যাচের প্রধান আকর্ষণ গেইল।

গেইলকে নিয়ে রাজশাহীর বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘বিষয়টি এমন নয় যে, গেইল এসেই প্রতি ম্যাচে সেঞ্চুরি করবেন। সে শূন্য রানেও আউট হতে পারেন। সে দুর্দান্ত এক খেলোয়াড়। তাকে শ্রদ্ধা করা উচিত। যদি সে উইকেটে সেট হয়ে যায়, তবে ম্যাচের চিত্র পাল্টে যাবে। যদি তাকে দ্রুত ফেরানো যায়, তবে ম্যাচের চিত্র অন্যরকম হবে।’

ডাবল-লিগ পদ্ধতিতে রাজশাহীর দু’টি ম্যাচ বাকি রয়েছে। দু’টিতে রাজশাহীর প্রতিপক্ষ চট্টগ্রাম। শেষ দু’ম্যাচেই জিতে টেবিলের শীর্ষে থাকার কথা জানালেন তাইজুল। বলেন, ‘টি-২০ ছোট আকারের খেলা। যখন কোন দল ভালো খেলে, তারা পারফর্ম করে চলে। টি-২০ খেলা এমনই।’

তাইজুল আরও বলেন, ‘আমাদের ভালো সময় যাচ্ছে। আমাদের এখনও দু’টি ম্যাচ রয়েছে। যদি আমরা দু’টি ম্যাচই জিততে পারি, তবে শীর্ষে উঠব। তাই শীর্ষে ওঠার আমাদের প্রবল সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের বিপক্ষে আমাদের দু’টি ম্যাচ রয়েছে এবং সেরা চার দল খুব ভালো। তারা কোন অদক্ষ দল নয়। এর মধ্যে গ্রুপ পর্বে যারা ভালো খেলেছে, তারা আবার ভালো কি-না তার নিশ্চয়তা নেই। নিজেদের দিনে যারা ভালো খেলবে, তারাই জিতবে।’

এদিকে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ম্যাচ দিয়ে মঙ্গলবার মাঠে ফিরছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বিসিবির প্রধান ফিজিও ডাক্তার দেবাশিষ জানিয়েছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাহমুদউল্লাহকে ফিরে যাওয়ার জন্য জাতীয় দলের ফিজিও জুলিয়েন কালফাতোর সম্মতি পাওয়া গেছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

ঢাকায় ক্রিস গেইল, যোগ দিয়েছে দলে

ঢাকায় ক্রিস গেইল, যোগ দিয়েছে দলে

বিরতিতে বঙ্গবন্ধু বিপিএল, পয়েন্ট টেবিলে কে কোথায়

বিরতিতে বঙ্গবন্ধু বিপিএল, পয়েন্ট টেবিলে কে কোথায়

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

খুলনাকে হারিয়ে প্লে-অফে চট্টগ্রাম

মাহমুদউল্লাহকে নিয়ে সুখবর দিলেন কোচ নিক্সন

মাহমুদউল্লাহকে নিয়ে সুখবর দিলেন কোচ নিক্সন