ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৪ এএম, ০২ সেপ্টেম্বর ২০২০
ঝুঁকি নিয়ে কেন আইপিএল, জানালেন সৌরভ

ফাইল ফটো

প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে নিজ দেশ ভারতে সম্ভব না হওয়ায় আইপিএলের ১৩তম আসর অনুষ্ঠিত হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। ভাইরাসের মাঝেও আইপিএল আয়োজনের কড়া সমালোচনা করছেন অনেকে। বলা হচ্ছে, শুধুমাত্র টাকার জন্য এতোবড় ঝুঁকি নেওয়া হয়েছে। তবে এবার জবাব দিলেন বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সভাপতি বলেন, আমরা চাইলে এবার আইপিএল নাও করতে পারতাম। কিন্তু মানুষ তো কত রকম বিপদ থেকে ফিরে এসেছে। যুদ্ধে লড়াই করে জিতে ফিরে এসেছে। দুর্যোগ থেকে ঘুরে দাঁড়িয়েছে।

আইপিএল দিয়ে ক্রিকেটপ্রেমিদের কাছে একটি বার্তা পাঠাতে চান গাঙ্গুলি। বলেন, আজ থেকে পাঁচ-ছয় মাস পর হয়তো প্রতিষেধক বেরিয়ে যাবে। এরপর সব কিছুই হয়তো স্বাভাবিক হয়ে যাবে। আমার বিশ্বাস, এ মহামারী থেকেও সকলে ঘুরে দাঁড়াবে। আইপিএল আয়োজন করে মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করতে চেয়েছি, সব কিছু স্বাভাবিক হয়ে উঠবে।

চলতি বছরের ২৯ মার্চ থেকে আইপিএল শুরুর নির্ধারিত সূচি ছিল। তবে করোনার কারণে সঠিক সময়ে শুরু হতে পারেনি আইপিএলের ১৩তম আসর। যার ফলে ভারতের বাইরে মরুরদেশে ১৯ সেপ্টেম্বর থেকে বসছে আইপিএল। সেখানেও জৈব-সুরক্ষা, কড়া স্বাস্থ্য বিধির পাশাপাশি থাকবে দর্শকশূন্য স্টেডিয়াম।

ভারতের সাবেক সফল অধিনায়ক ও বর্তমান বোর্ড সভাপতি গাঙ্গুলি মনে করেন, এবারই সবচেয়ে বেশি মানুষ টিভিতে আইপিএলের খেলা দেখবে। তার ভাষায়, ‘টিভি সম্প্রচারকারী সংস্থা আশা করছে, এবার সর্বোচ্চ সংখ্যক মানুষ আইপিএল-এর খেলা দেখবেন। মাঠে না যেতে পারায়, টিভির পর্দায় সকলে চোখ থাকবে।’

দর্শকশূন্য স্টেডিয়ামে ক্রিকেটারদের খেলতে সমস্যা হবে কি-না, এমন প্রশ্নের উত্তরে গাঙ্গুলি বলেন, ‘সকলেই পেশাদার ক্রিকেটার। তাদের খুব বেশি সমস্যা হওয়ার কথা নয়। বর্তমান পরিস্থিতির কথা সকলেই জানে। তাই আমার মনে হয়, দর্শক ছাড়া মাঠ দ্রুত মানিয়ে নিতে পারবে তারা। তবে কয়েকদিনের মধ্যে স্টেডিয়ামে ৩০ শতাংশ মানুষ খেলা দেখার অনুমতি পেতে পারে। কিন্তু ব্যাপারটি খুবই কঠিন। মাঠে প্রবেশ করতে দেওয়া হলে, সকলকে পরীক্ষা করতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

করোনায় ‘বিপাকে পড়বে’ আইপিএল জুয়াড়িরা

করোনায় ‘বিপাকে পড়বে’ আইপিএল জুয়াড়িরা

চেন্নাই শিবিরে করোনা হানা, কোয়ারেন্টাইনে পুরো দল

চেন্নাই শিবিরে করোনা হানা, কোয়ারেন্টাইনে পুরো দল

রায়নার পরিবর্তে চেন্নাইয়ের গেমপ্ল্যানে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার

রায়নার পরিবর্তে চেন্নাইয়ের গেমপ্ল্যানে ইংল্যান্ডের তরুণ অলরাউন্ডার

যেভাবে শুরু হয় আইপিএলের খেলোয়াড় নিলাম

যেভাবে শুরু হয় আইপিএলের খেলোয়াড় নিলাম