আইপিএলে ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৫৫ এএম, ০৬ জুলাই ২০২১
আইপিএলে ক্রিকেটার ধরে রাখার নিয়মে পরিবর্তন

এখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৪তম আসরের পর্দা নামেনি। তার আগেই ২০২২ সালে আইপিএলের ১৫তম আসর নিয়ে চিন্তা ভাবনা শুরু করেছে দ্য বোর্ড অফ ক্রিকেট কন্ট্রোল ইন ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। আগামী ২০২২ মৌসুমে আইপিএলে যুক্ত হবে দুই দল। এছাড়াও মেগা নিলামের আগেই ক্রিকেটার ধরে রাখার নিয়মেও পরিবর্তন এনেছে বিসিসিআই।

আইপিএলে ১৪ টি আসরের মধ্যে তিন আসরে দেখা গিয়েছিল ৮টির বেশি দল। সর্বশেষ ২০১৩ সালে আইপিএলে অংশ নিয়েছিল ৯ দল। এছাড়াও ২০১১ আইপিএলে খেলেছিল ১০ দল। এরপর থেকেই নিয়মিত ৮ দল নিয়েই আইপিএল আয়োজন করছে বিসিসিআই।

২০২২ সালে আইপিএলে নতুন করে দুইটি দল সংযোজন করার কারণে মেগা নিলাম আয়োজিত হবে। এ কারণে নিলামের নিয়মেও এসেছে পরিবর্তন। মেগা নিলামের আগে সর্বোচ্চ ৪ জন ক্রিকেটারকে ধরে রাখার অনুমতি দিচ্ছে আইপিএল কর্তৃপক্ষ।

আগে আয়োজিত সব মেগা নিলামের আগে তিনজন ক্রিকেটার ধরে রাখার অনুমতি দিলেও এবার সে নিয়মের পরিবর্তন এসেছে। এর পাশাপাশি রাইট টু ম্যাচ কার্ডের মাধ্যমে আরও দুই জন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ ছিলো দলগুলোর সামনে। তবে এবার সব মিলিয়ে চারজনের বেশি ক্রিকেটারকে ধরে রাখতে পারবে না দলগুলো।

চারজন ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেলেও সেখানেও থাকছে ভিন্নতা। দলগুলো বিদেশি ক্যাটাগরি থেকে সর্বোচ্চ দুইজন এবং দেশি ক্যাটাগরিতে সর্বোচ্চ তিনজন ক্রিকেটার ধরে রাখার সুযোগ পাবে। অর্থাৎ দলগুলোকে দেশি-বিদেশি মিলিয়ে মোট চারজন ক্রিকেটার ধরে রাখতে হবে।

২০২১ সালের আসর নির্ধারিত সময়ে শুরু হলেও করোনাভাইরাস মহামারির কারণে মাঝপথেই আইপিএল বন্ধ করতে বাধ্য হয় বিসিসিআই। তবে ২০২২ সালের আসর নির্ধারিত সময়েই আয়োজন করতে দৃঢ প্রতিজ্ঞ বিসিসিআই। বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ বিষয়টিতে জোর দেওয়া হচ্ছে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

অন্যদের মতো আমাকে সুযোগ দেওয়া হয়নি : শিবলু

অন্যদের মতো আমাকে সুযোগ দেওয়া হয়নি : শিবলু

প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্সে জিম্বাবুয়ে বিপক্ষে আশাবাদী মিরাজ

প্রস্তুতি ম্যাচের পারফর্ম্যান্সে জিম্বাবুয়ে বিপক্ষে আশাবাদী মিরাজ

স্থগিত আইপিএলে খেলবেন না স্মিথ

স্থগিত আইপিএলে খেলবেন না স্মিথ

পৃথ্বীকে দলে নেওয়া অন্যদের জন্য অপমানজনক: কপিল দেব

পৃথ্বীকে দলে নেওয়া অন্যদের জন্য অপমানজনক: কপিল দেব