আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:৫৮ পিএম, ২১ মার্চ ২০২২
আইপিএল মাঠে বাড়ছে দর্শক সংখ্যা! 

দিন চারেক পরেই মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৫তম আসর। টুর্নামেন্ট শুরুর আগেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। জানানো হয়েছিল মাঠে প্রবেশ করতে পারবে ধারণ ক্ষমতার ২৫ শতাংশ দর্শক। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে মহারাষ্ট্র সরকার।

করোনাভাইরাস মহামারির কারণে আইপিএলের সর্বশেষ দুই আসর দেশের বাইরে আয়োজন করতে বাধ্য হয়েছিল দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তবে এবার দেশের মধ্যেই আইপিএল আয়োজন করছে। দলগুলোর ভ্রমণ সমস্যা এড়াতে একটি মাত্র রাজ্যেই আয়োজিত হবে আইপিএলের ১৫তম আসর।

ভেন্যু সমস্যা সমাধান এবং পর্যাপ্ত সুবিধা থাকায় মহারাষ্ট্রে আয়োজিত হচ্ছে আইপিএলের ১৫তম আসর। আইপিএল আয়োজনের জন্য সকল ধরনের সুবিধা দিচ্ছে রাজ্য সরকার। এমনকি মাঠে দর্শক প্রবেশের অনুমতিও দিয়েছে।

প্রথমে রাজ্য সরকার জানিয়েছিল মাঠে প্রবেশ করতে পারে ধারণক্ষমতার ২৫ শতাংশ। তবে তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মহারাষ্ট্র সরকার। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

তিনি জানিয়েছেন, ‘ভারতে কোভিড সমস্যা একদম নিম্নমুখী। এ কারণে আইপিএলের প্রথম দিকের ম্যাচ থেকেই মাঠে বেশি দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে।’

এদিকে বিশ্বের সবদেশেই মাঠে দর্শক প্রবেশ করার সুযোগ পেলেও ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন নিয়মের কারণে দর্শকরা সেই সুবিধা পাচ্ছেন না। এর মধ্যেই ভারতীয় দলের সর্বশেষ কয়েকটি ম্যাচ মাঠে বসে উপভোগ করতে পেরেছিল দর্শকরা।

স্পোর্টসমেইল২৪/পিপিআর


শেয়ার করুন :


আরও পড়ুন

শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল

শ্রেয়াস আইয়ারের প্রিয় অধিনায়ক রাহুল

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এবার গুজরাটের নেট বোলার

আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী এবার গুজরাটের নেট বোলার

ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

ভিসা জটিলতায় মঈন আলী, শঙ্কায় চেন্নাই

পাঞ্জাবের পাওয়ার-হিটিং কোচ হলেন জুলিয়ান উড

পাঞ্জাবের পাওয়ার-হিটিং কোচ হলেন জুলিয়ান উড