মোস্তাফিজের অধিনায়ক ওয়ার্নারকে ১২ লাখ রুপি জরিমানা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:১৩ পিএম, ২৬ এপ্রিল ২০২৩
মোস্তাফিজের অধিনায়ক ওয়ার্নারকে ১২ লাখ রুপি জরিমানা

চলমান আইপিএলে টানা পাঁচ ম্যাচে হারের পর টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে থাকা মোস্তাফিজের দল দিল্লি ক্যাপিটাল্স। তবে নিজেদের সপ্তম ম্যাচে এসে জরিমানার কবলে পড়লেন দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার।

হারের বৃত্তে থাকা দলটির জয় পেতে মরিয়া হয়ে উঠেছে। ফলে বার বার একাদশে আনা হচ্ছিল পরিবর্তন। সর্বশেষ নিজেদের ষষ্ঠ ও সপ্তম ম্যাচে টানা জয় তুলে পয়েন্ট টেবিলে ঠিকে রয়েছে দলটি।

সোমবার (২৪ এপ্রিল) আসরের ৩৪তম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটাল্স। দলটির হয়ে একসময় খেলেছেন অধিনায়ক ডেভিড ওয়ার্নার এবং মোস্তাুফিজুর রহমান। তবে ওই ম্যাচটিতে দুজনেই ছিলেন প্রতিদ্বন্দ্বি। যদিও একাদশে সুযোগ পাননি মোস্তাফিজ।

জয় পাওয়া ওই ম্যাচে স্লো ওভার রেটে শাস্তি পেয়েছেন অধিনায়ক ওয়ার্নার। চলমার আসরে দিল্লির এটি প্রথম স্লো ওভারের ঘটনা। শাস্তি হিসেবে অধিনায়ক ওয়ার্নারকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৪৪ রান করেছিল দিল্লি। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ রানে হেরে যায় হায়দরাবাদ। শ্বাসরুদ্ধকর ওই ম্যাচে বোলিং করার সময় বেশি সময় নিয়েছিল দিল্লি। যার শাস্তি হিসেবে ওয়ার্নারকে মোটা অংকের জরিমানা গুণতে হলো।


শেয়ার করুন :