এরার উল্টো অশ্বিনকেই দুষছে এমসিসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩৭ পিএম, ২৯ মার্চ ২০১৯
এরার উল্টো অশ্বিনকেই দুষছে এমসিসি

ক্রিকেটের আইন প্রণেতা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) আইপিএলে অশ্বিনের করা সেই মানকাড আউটের পক্ষে রায় দেয়। কিন্তু এবার সুর পাল্টিয়ে উল্টো অশ্বিনকেই দুষছে এমসিসি।

স্পষ্ট করে তারা জানিয়ে দিলো, আইনে যেহেতু আছে তাই আউট নিয়ে কোনো প্রশ্ন নেই, তবে ক্রিকেটীয় চেতনা অবশ্যই থাকতে হবে, যা অশ্বিন দেখাননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) জস বাটলারকে মানকাড আউট করেন অশ্বিন। এ নিয়ে হইচই শুরু হলে নড়চড়ে বসে এমসিসি।

এমসিসির আইনসংক্রান্ত ব্যবস্থাপক ফ্রেজার স্টুয়ার্ট ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টেলিগ্রাফ’কে বলেন, ‘ঘটনাটি আবারও খুব ভালোভাবে পর্যালোচনার পর আমরা মনে করি না এটি খেলার চেতনার পক্ষে ছিল। আমরা মনে করি, অশ্বিন ক্রিজে পৌঁছানো থেকে বল ছাড়া পর্যন্ত সাধারণত যে সময় নেন, এখানে তার চেয়ে বেশিক্ষণ থেমেছেন। বাটলার তখন মনে করতেই পারেন বল ছাড়া হয়ে গেছে। তবে এটাও অনৈতিক ও খেলার চেতনাবিরোধী যে নন-স্ট্রাইকারেরা আগেভাগে তার জায়গা ছাড়বেন।’

রাজস্থান রয়্যালস-কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচে আলোচিত এই ঘটনার জন্ম দেন অশ্বিন। ওই ম্যাচে অশ্বিন নন স্ট্রাইকার প্রান্তে দাঁড়ানো জস বাটলারকে মানকড় আউট করে দেন। বোলার বল ডেলিভারি করার আগে নন স্ট্রাইকার প্রান্তের ব্যাটসম্যান ক্রিজ ছেড়ে দিলে আউট করা যেতে পারে। তবে স্বাভাবিকভাবে বোলারদের নজর স্ট্রাইকার প্রান্তের ব্যাটসম্যানদের দিকেই থাকে তাই এ ধরণের আউট সচরাচর হয় না।


শেয়ার করুন :


আরও পড়ুন

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

সুযোগ পেয়েও আউট করলেন না রাসেল!

বাটলারকে ‘মানকাড’ আউটে এমসিসির সমর্থন

বাটলারকে ‘মানকাড’ আউটে এমসিসির সমর্থন

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়

শ্বাসরুদ্ধকর ম্যাচে পাঞ্জাবের নাটকীয় জয়

সাকিবের সানরাইজার্সের মুখোমুখি রাজস্থান

সাকিবের সানরাইজার্সের মুখোমুখি রাজস্থান