ধোনীকে নিষিদ্ধের দাবি শেবাগের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৪ এপ্রিল ২০১৯
ধোনীকে নিষিদ্ধের দাবি শেবাগের

ইডেন গার্ডেনে রোববার মাহেন্দ্র সিং ধোনীর চেন্নাই সুপার কিংস শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে। কলকাতায় ম্যাচের আগে আলোচনায় ধোনী। আগের ম্যাচে তার দল জিতলেও ধোনীর কাণ্ডকারখানা নিয়ে উঠেছে প্রশ্ন।

চেন্নাইনের বিপক্ষে রাজস্থানের ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে বিতর্কের আগুন উস্কে দেন ক্যাপ্টেন কুল খ্যাত ধোনী। ক্রিকেট বিশ্লেষকরা তাই ধোনীকে আক্রমণ করতে ছাড়ছেন না। ক'দিন আগে বিষেণ সিং বেদী তার সমালোচনা করেছিলেন। এবার ধোনীর সাবেক জাতীয় দলের সতীর্থ ওপেনার বীরেন্দ্র সেবাগ তাকে তীব্র আক্রমণ করলেন।

চেন্নাই অধিনায়ককে 'সামান্য' সাজায় মুক্তি দেওয়া হয়েছে বলে দাবি বীরুর। রাজস্থানের বিপক্ষে ইনিংসের শেষ বলে জয় পায় চেন্নাই। শেষ ওভারে ধোনী আউট হওয়ার পর নো বল বিতর্কে মাঠে ফিরে আসেন ধোনী। ম্যাচ আম্পায়ার তোয়াক্কা না করে তার মাঠে চলে আসায় ধোনীর কম করে দুই-তিনটি ম্যাচে নিষিদ্ধ করা উচিত ছিল। এমনটাই মত বীরুর।

বীরু বলেছেন, চেন্নাইয়ের জন্য হয়তো বেশি মাত্রায় আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন ধোনী। বছর খানেক পরেই হয়তো তিনি অবসর নেবেন। সেই কারণেই হয়তো এতো আবেগ ঝরছে তার। তবে তার সটান মাঠে নেমে পড়া একেবারেই ঠিক হয়নি।

ধোনীর অল্প শাস্তি নিয়ে সেবাগ জানান, আগামী দিনে অন্য কোনও অধিনায়ক ধোনীর মতোই মাঠের ভিতরে ঢুকে পড়ে আম্পায়ারের সঙ্গে তর্ক জুড়ে দিতে পারেন। এতে গুরুত্ব হারাবেন আম্পায়ারই। উল্লেখ্য ধোনী-সেবাগ সম্পর্ক অবশ্য খুব ভালো নয়। সেবাগকে ২০১১ বিশ্বকাপের আগে ধোনী দল থেকে বাদ দেওয়ার পায়তারা করেছিলেন বলে গুঞ্জন আছে।


শেয়ার করুন :


আরও পড়ুন

জ্বলে ওঠা গেইলের ১ রানের আক্ষেপ

জ্বলে ওঠা গেইলের ১ রানের আক্ষেপ

অবশেষে ‌‘সোনার হরিণের’ দেখা পেল কোহলির ব্যাঙ্গালুরু

অবশেষে ‌‘সোনার হরিণের’ দেখা পেল কোহলির ব্যাঙ্গালুরু

ম্যাচ জিতে জরিমানা দিলেন কোহলি

ম্যাচ জিতে জরিমানা দিলেন কোহলি

হারতে হারতে রাজস্থানের দ্বিতীয় জয়

হারতে হারতে রাজস্থানের দ্বিতীয় জয়