অবশেষে ‌‘সোনার হরিণের’ দেখা পেল কোহলির ব্যাঙ্গালুরু

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১২:৪৭ এএম, ১৪ এপ্রিল ২০১৯
অবশেষে ‌‘সোনার হরিণের’ দেখা পেল কোহলির ব্যাঙ্গালুরু

ছবি: বিসিসিআই

ডিপ একস্ট্রা কভারে বল ঠেলে দিয়ে মার্কাস স্টোইনিজ ‍দুটি রান নিলেন। আর সাথে সাথেই ডাগ আউটে বসা কোহলি লাফিয়ে উঠলেন। এ যেন অস্ট্রেলিয়া কিংবা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের উল্লাস। আর এমন উল্লাস করবেনই বা না কেন? এ যে অথৈ সাগরে ডুবতে ডুবতে পাড়ে এসে সোনার হরিণ দেখার মতো আনন্দ!

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা ৬ ম্যাচে হারের পর অবশেষে জয়ের দেখা পেয়েছে কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৮ উইকেটে হারায় কোহলিরা।

পাঞ্জাবের দেওয়া ১৭৪ রানের লক্ষ্য মোটেই সহজ ছিল না ব্যাঙ্গালুরুর। জয়ের জন্য মরিয়া পার্থিব প্যাটেল ও বিরাট কোহলি শুরুতে ৪৩ রানের জুটি গড়েন। রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হয়ে প্যাটেল ১৯ রানে ফিরে গেলেও এক পাশ আগলে রাখেন কোহলি।

প্যাটেল আউটের পর এবি ডি ভিলিয়ার্সকে সাথে নিয়ে জুটি গড়েন কোহলি। এসময় কোহলি তুলে নেন এবারের আসরে দ্বিতীয় অর্ধশতক।

কোহলির ব্যাটিং দেখে ধরেই নেওয়া হচ্ছিলো, হয়তো তিনি ম্যাচ শেষ করেই ফিরবেন। কিন্তু মোহাম্মদ সামির বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন কোহলি। তিনি ৫৩ বলে ৬৭ রান করেন।

এরপরই ব্যাঙ্গালুরুর জয়েতে ভাটা পড়ে। চাপে পড়েন ব্যাটসম্যানরা। শেষ ১২ বলে ব্যাঙ্গালুরুর দরকার ছিল ২০। স্বভাবতই কঠিন তবে অসম্ভব ছিল না।

কিন্তু ১৯ তম ওভারেই এবি ডি ভিলিয়ার্স ও মার্কাস স্টোইনিজের দুর্দান্ত ব্যাটিংয়ে আসে ১৪ রান। ফলে হালে পানি আসে কোহলিদের। আর শেষ ওভারে ৪ বল বাকী থাকতেই ৮ উইকেটে বড় জয় তুলে নেয় আইপিএলের পয়েন্ট তালিকায় একেবারে তলানীতে থাকা কোহলির ব্যাঙ্গালুরু।

পাঞ্জাবের হয়ে রবিচন্দ্রন অশ্বিন ও মোহাম্মদ সামি একটি করে উইকেট নেন।

এর আগে চন্ডিগড়ের পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শনিবার দিনের দ্বিতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু টসে জিতে প্রথমে বোলিংয়েরর সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের লোকেশ রাহুলকে সাথে নিয়ে ক্রিস গেইল শুরুতেই ৬৬ রানের জুটি গড়েন।

এদিন ব্যাটিং দানব গেইল বড় রানের দেখা পান। রাহুল ১৮ রানে ফিরে গেলেও এক পাশ আগলে রেখে শেষ পর্যন্ত লড়ে যান গেইল।

কখনও গেইলকে ঝড়ো আবার কখনও কিপটে ইনিংস খেলতে দেখা গেছে। মায়াঙ্ক আগরওয়াল, সরফরাজ খান, নিকোলাস পুরান ও মানদীপ সিংয়ের সাথে ছোট ছোট জুটি গড়ে ৯৯ রানে অপরাজিত থাকেন গেইল। এছাড়া মানদীপ সিং ১৮ রানে অপরাজিত ছিলেন।

ব্যাঙ্গালুরুর হয়ে হয়ে ইয়ুজবেন্দ্র চাহাল দুটি উইকেট নেন। এছাড়া মোহাম্মদ সিরাজ ও মঈন আলি একটি করে উইকেট পান। ম্যাচ সেরা হন ব্যাঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স।


শেয়ার করুন :


আরও পড়ুন

জ্বলে ওঠা গেইলের ১ রানের আক্ষেপ

জ্বলে ওঠা গেইলের ১ রানের আক্ষেপ

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন

হারতে হারতে রাজস্থানের দ্বিতীয় জয়

হারতে হারতে রাজস্থানের দ্বিতীয় জয়

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল চেন্নাই

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল চেন্নাই