হারতে হারতে রাজস্থানের দ্বিতীয় জয়

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ০৮:২১ পিএম, ১৩ এপ্রিল ২০১৯
হারতে হারতে রাজস্থানের দ্বিতীয় জয়

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে খুব একটা ভালো যাচ্ছে না রাজস্থান রয়্যালসের। ছয় ম্যাচ খেলে মাত্র ১টি জয় পেয়েছে দলটি। নিজেদে সপ্তম ম্যাচেও তীরে এসে তরি ডুবতে বসেছিল স্টিভেন স্মিথ-রাহানেদের।

মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জশ বাটলারে বড় সংগ্রহ এবং শ্রেয়াস গোপালের ফিনিসিং ব্যাটিংয়ে কারণে ৪ ‍উইকেটে জয় পেয়েছে রাজস্থান।

মুম্বাইয়ের দেওয়া ১৮৭ রানের বড় সংগ্রহের জবাবে ব্যাটিংয়ে নেমে স্বাভাবিক ভাবেই শুরু করে রাজস্থান। আজিংকা রাহানে-জশ বাটলার মিলে করেন ৬০ রানের জুটি।

৩৭ রানে রাহানে ফিরে গেলে সাঞ্জু স্যামসনকে নিয়ে জুটি গড়েন বাটলার। বাটলার তুলে নেন অর্ধশতক। খেলতে থাকেন ঝড়ো ব্যাটিং। তবে সেঞ্চুরির কাছে গিয়ে বাটলার কে থামিয়ে দেন রাহুল চাহার। বাটলার ফিরেন ৪৩ বলে ৮৯ রান করে।

রাজস্থানের ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে স্বাভাবিক ভাবেই জয় কাছাকাছি চলে যাচ্ছিলো। কিন্তু ১৭ ওভারে হার্দিক পান্ডিয়া বোলিংয়ে এসেই রাজস্থানের সব কিছু এলো মেলো করে দেন।

ওই ওভারে পান্ডিয়া আউট করেন রাহুল ত্রিপাথি ও লিয়াম লিভিংস্টোনের মতো গুরুত্বপূর্ন উইকেট। ফলে চাপে পড়ে যায় রাজস্থান।

কিন্তু রাজস্থানের ভারসা ছিল স্টিভেন স্মিথ। তখন দরকার ছিল ১২ বলে ১৪ রান জাসপ্রিত বুমরাহ ১৮ ওভারে বোলিংয়ে এসে আঘাত হানেন রাজস্থানে। আউট করেন স্মিথকে। ফলে ৬ উইকেট হারিয়ে ফেলে রাজস্থান।

ফলে রাজস্থানের তীরে এসে তরি ডুবতে বসে। কিন্তু শ্রেয়াস গোপালের ফিনিসিং ব্যাটিংয়ে হারতে হারতেও জয় তুলে নেয় রাজস্থান। গোপাল ৭ বলে করেন গুরুত্বপূর্ণ ১৩ রান।

মুম্বাইয়ের হয়ে হার্দিক পান্ডিয়া ৩, জাসপ্রিত বুমরাহ ২ এবং রাহুল চাহার একটি উইকেট পান।

এর আগে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় রাজস্থান রয়্যালস। ব্যাটিংয়ে নেমে শুরু টা দুর্দান্ত করে মুম্বাই।

রোহিত শর্মা-কুইন্টন ডি কক মিলে করেন ৯৬ রানের বড় জুটি। শর্মা ৩২ বলে ৪৭ এবং ডি কক ৫২ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া শেষের কয়েকটি ওভারে ঝড়ো ইনিংস খেলেন হার্দিক পান্ডিয়া। তিনি তিনটি ছক্কা ও একটি চারের মারে মাত্র ১১ বলে ২৮ রান তুলেন।

ফলে মুম্বাই ৫ উইকেট হারিয়ে ১৮৭ রান তুলে। রাজস্থানের হয়ে জোফ্রা আর্চার তিনটি উইকেট নেন। এছাড়া জয়দেব উনাদকাত এবং ধাওয়াল কুলকার্নি একটি করে উইকেট পান।

৭ ছক্কা ও ৮ চারে ৪৩ বলে ৮৯ রান করা জশ বাটলার হন ম্যাচ সেরা।


শেয়ার করুন :


আরও পড়ুন

রেকর্ড জয়ের ম্যাচে ধোনিকে পানিশমেন্ট

রেকর্ড জয়ের ম্যাচে ধোনিকে পানিশমেন্ট

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন

দুই বছর পর আইপিএলে ফিরছেন স্টেইন

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল চেন্নাই

শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল চেন্নাই

পোলার্ডের তাণ্ডবে মুম্বাইয়ের নাটকীয় জয়

পোলার্ডের তাণ্ডবে মুম্বাইয়ের নাটকীয় জয়