বুমরাহ-চাহারে মুম্বাইয়ের দুর্দান্ত হয়

সাইফুল ইসলাম সানী সাইফুল ইসলাম সানী প্রকাশিত: ১২:১২ এএম, ১৯ এপ্রিল ২০১৯
বুমরাহ-চাহারে মুম্বাইয়ের দুর্দান্ত হয়

রাহুল চাহার ও জসপ্রীত বুমরাহর দুর্দান্ত বোলিং জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালসকে ৪০ রানে হারিয়েছে মুম্বাই।

মুম্বাইয়ের দেওয়া ১৬৮ রানের লক্ষ্য কঠিন হলেও অসম্ভব ছিল না দিল্লির। কঠিন লক্ষ্যকে সহজ করতে শুরুটা দুর্দান্ত করে দিল্লির দুই ওপেনার শিখর ধাওয়ান ও পার্থিব শাহ। ওপেনিং জুটিতে ৪৯ তোলার পর ধাওয়ানকে আউট করেন চাহার। ধাওয়ান ফিরেন ৩৫ রানে।

এরপরই দিল্লির ব্যাটিংয়ে চূর্ণ-বিচূর্ণ করে দেয় মুম্বাইয়ের বোলাররা। পার্থিব শাহ ২০, পার্থিব প্যাটেল ২৬ এবং ক্রিস মরিসের ১১ রান ছিল ব্যাক্তিগত সব্বোর্চ। আর বাকী ব্যাটসম্যানদের ব্যাক্তিগত ছিল এক সংখ্যার। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে দিল্লি।

মুম্বাইয়ের হয়ে রাহুল চাহার তিনটি ও জসপ্রীত বুমরাহ ২টি উইকেট নেন। এছাড়া হার্দিক পান্ডিয়া এবং ক্রুনাল পান্ডিয়া একটি করে উইকেট নেন।

এর আগে দিল্লির ফিরোজ শাহ কোটলায় টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় মুম্বাই। ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে মুম্বাই ইন্ডিয়ান্স। ২৬ বলে ৩৭ রানে অপরাজিত থাকেন ক্রনাল পান্ডিয়া। ৩৫ রান করেন ওপেনার কুইন্টন ডি কক।

৩২ রান করে আউট হন হার্দিক পান্ডিয়া। ২৬ রান করেন সুর্যকুমার যাদব। ওপেনার এবং অধিনায়ক রোহিত শর্মা করেন ৩০ রান। দিল্লির পেসার কাগিসো রাবাদা নেন ২ উইকেট।


শেয়ার করুন :


আরও পড়ুন

রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরলো পাঞ্জাব

রাজস্থানকে হারিয়ে জয়ে ফিরলো পাঞ্জাব

চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ

চেন্নাইকে হারিয়ে জয়ে ফিরল হায়দরাবাদ

জয়ে ফেরা কোহলিদের হারিয়ে দিল মুম্বাই

জয়ে ফেরা কোহলিদের হারিয়ে দিল মুম্বাই

বিশ্বকাপ ফেবারিটে নেই ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-বাংলাদেশ

বিশ্বকাপ ফেবারিটে নেই ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান-বাংলাদেশ