হারতে হারতে জয় পেল কোহলির বেঙ্গালুরু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:২২ এএম, ২০ এপ্রিল ২০১৯
হারতে হারতে জয় পেল কোহলির বেঙ্গালুরু

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারতে হারতে জয় পেয়েছে রয়েল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। শ্বাসরুদ্ধ ম্যাচে কালকাতাকে ১০ রানে হারায় কোহলিরা।

কলকাতার ইডেন গার্ডেনসে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে বেঙ্গালুরু। দলের হয়ে এদিন শতক হাঁকান অধিনায়ক কোহলি। ৯টি চার ও ৪টি ছক্কার সহায়তায় মাত্র ৫৮ বলে ১০০ রান করার পর সাজঘরে ফেরেন তিনি।

এছাড়া এদিন চওড়া ছিল মঈন আলীর ব্যাটও। ৫টি চার ও ৬টি ছক্কায় তিনি ৬৬ রানের ইনিংস সাজান মাত্র ২৮ বলে। অন্যান্যদের মধ্যে মার্কাস স্টয়নিস অপরাজিত ১৭, অক্ষদ্বীপ নাথ ১৩ ও পার্থিব পেটেল ১১ রান করেন।

কলকাতার পক্ষে একটি করে উইকেট শিকার করেন হ্যারি গার্নি, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল ও কূলদ্বীপ যাদব। কোহলির শতকে দ্বিতীয় জয়ের দেখা পেলো বেঙ্গালুরু

জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিক কলকাতা। রবিন উত্থাপা-শুভম্যান গিলদের ধীর ব্যাটিং দলের জয়ের পথকে এলোমেলো করে দেয়। মিডল অর্ডারে দলের হাল ধরেন নিতিশ রানা ও আন্দ্রে রাসেল।

তবে আগের লেগের মত এদিন দলকে জেতাতে পারেননি রাসেল, যদিও ছিলেন মারকুটে ভঙ্গিতে। ২টি চার ও ৯টি ছক্কায় ২৫ বলে ৬৫ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। ৯টি চার ও ৫টি ছক্কায় ৪৬ বলে ৮৫ করা নিতিশ অপরাজিত থেকেও বরণ করে নেন ১০ রানের পরাজয়।

নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারানো কলকাতার সংগ্রহ দাঁড়ায় ২০৩ রান।

বেঙ্গালুরুর পক্ষে ডেল স্টেইন দুটি এবং নবদ্বীপ সাইনি ও মার্কাস স্টয়নিস একটি করে উইকেট শিকার করেন।


শেয়ার করুন :


আরও পড়ুন

কোহলির দাঁত ভাঙা জবাব

কোহলির দাঁত ভাঙা জবাব

মালিঙ্গা নয়, বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বে করুনারত্নে

মালিঙ্গা নয়, বিশ্বকাপে শ্রীলঙ্কার নেতৃত্বে করুনারত্নে

বিশ্বকাপে আমির বাদ পড়ায় হতাশ শোয়েব আখতার

বিশ্বকাপে আমির বাদ পড়ায় হতাশ শোয়েব আখতার

বিশ্বকাপে জায়গা না পাওয়া তাসকিনের বিধ্বংসী বোলিং

বিশ্বকাপে জায়গা না পাওয়া তাসকিনের বিধ্বংসী বোলিং