ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৪ এএম, ১৫ জুন ২০২০
ইংল্যান্ড সফরের জন্য প্রতিদান চায় না পাকিস্তান : মিসবাহ

ফাইল ছবি

প্রতিনিয়ত বেড়ে চলেছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কোন কিছুতেই থামছে না সংক্রমণ। করোনার এমন পরিস্থিতিতে দীর্ঘ তিন মাস পর আবারও মাঠে ফিরছে আন্তর্জাতিক ক্রিকেট। সেটির পরিকল্পনা হিসেবেই জুলাই মাসে নিজেদের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে টেস্ট সিরিজ আয়োজন করতে যাচ্ছে ইংল্যান্ড।

করোনার এমন পরিস্থিতি থাকা সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের ইংল্যান্ড সফরে যাওয়া নিয়ে জন্ম দিয়েছে নানাবিধ প্রশ্নের। অনেকেই বলছে, আর্থিক সুবিধা নিয়ে ইংল্যান্ড সফরে গিয়েছে ক্যারিবীয়রা। এবার প্রশ্ন উঠলো পাকিস্তান ক্রিকেট দলকে ঘিরেও। এই কঠিন পরিস্থিতিতে পাকিস্তানও কেন ইংল্যান্ড সফরে যাচ্ছে?

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে, নিজেদের প্রয়োজনেই ইংল্যান্ডের সাথে সর্ম্পকটা ভালো রাখছে পাকিস্তান। যাতে করে ভবিষ্যতে পাকিস্তানের মাটিতে খেলতে যায় ইংল্যান্ড। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা দল বহনকারী বাসে সন্ত্রাসী হামলার পর বিশ্ব ক্রিকেটের বড় দলগুলো পাকিস্তানে সফর করা থেকে বিরত আছে।

এক কথায় পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ হয়ে যায়। তাই এই কঠিন সময়ে এই সফরের বিনিময়ে ভবিষ্যতে ইংল্যান্ডকে নিজ দেশে আনার কোন প্রতিশ্রুতি পাকিস্তান পেয়েছে কি-না অনেকের মনেই সে প্রশ্ন উঁকি মারছে।

এমন প্রশ্নের সোজাসাপ্টা উত্তর দিলেন পাকিস্তানের প্রধান কোচ ও নির্বাচক মিসবাহ-উল-হক। তিনি বলেন, ‘কোন কিছুর প্রতিদানের জন্য এই সফরে যাচ্ছে না পাকিস্তান দল । এই সফরের বিনিময়ে ইংল্যান্ড যে ভবিষ্যতে আবার পাকিস্তান সফর করবে, এমন কোনো অলিখিত চুক্তিও হয়নি দুই দেশের বোর্ডের মধ্যে। এসব আমাদের মনের মধ্যে নেই, এই সফরের বিনিময়ে ইসিবি ভবিষ্যতে আমাদের জন্য কিছু করবে। আমরা কোন কিছুরই আশা করছি না।’

করোনাভাইরাসের কারণে তিন মাস ধরে ক্রিকেট বোতলবন্দি। তাই যেকোন উপায়ে ক্রিকেটকে মাঠে ফেরানোই প্রধান উদ্দেশ্য বলে জানান মিসবাহ, ‘যেখানেই হোক আর যেভাবেই হোক আন্তর্জাতিক ক্রিকেট শুরু করা আমাদের সকলের জন্য জরুরি। খেলোয়াড়রা মাঠে ফিরতে মুখিয়ে আছে। ক্রিকেট সমর্থকরাও খেলার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছে। তাই এই মুর্হূতে ক্রিকেট মাঠে ফেরাটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’

করোনার কারণে গত তিন মাসে আর্থিকভাবে বড় ক্ষতির মুখে পড়েছে বিভিন্ন দেশের ক্রিকেট বোর্ডগুলো। সেই তালিকায় আছে ইংল্যান্ডও। তাই গ্রীষ্মকালীন সময়ে নিজেদের ক্ষতির মুখ থেকে বাঁচাতে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সাথে সিরিজ আয়োজন করতে উদগ্রীব হয়ে আছে ইসিবি।

মিসবাহ মনে করেন, এই ক্ষতির হাত থেকে যেকোন বোর্ডকে সহায়তা করা সকলেরই দায়িত্ব। সেই দায়িত্ব থেকেই ইংল্যান্ড সফর বলে জানান মিসবাহ, ‘শুধু ইসিবির কাছেই নয়, এটা সব ক্রিকেট বোর্ডের কাছেই চাওয়া, একে অপরের সহায়তা করবে। যাতে ক্রিকেট বোর্ডগুলোকে ক্ষতির মুখে না পড়তে হয় এবং খেলোয়াড়-কর্মকর্তা সকলের জন্যও সুবিধা হয়।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

আইপিএল নয়, বিশ্বকাপের সম্ভাবনা দেখছেন গাভাস্কার

সফরে পরিবার নিতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা

সফরে পরিবার নিতে পারবেন না বাংলাদেশের ক্রিকেটাররা

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

আইসিসির সভাপতি নিয়ে সমালোচনায় কথা বললেন সৌরভ

পা হারিয়েছি কিন্তু ক্রিকেট জ্ঞান তো হারাইনি : মোলস

পা হারিয়েছি কিন্তু ক্রিকেট জ্ঞান তো হারাইনি : মোলস