স্টোকসের সাথে ভারতের কারও তুলনা করা যাবে না : গম্ভীর

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ এএম, ২৯ জুলাই ২০২০
স্টোকসের সাথে ভারতের কারও তুলনা করা যাবে না : গম্ভীর

কয়েকদিনে আগে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে শীর্ষস্থান দখল করেছেন বেন স্টোকস। র‌্যাংকিংয়েই শুধুমাত্র শীর্ষস্থান নিয়ে সেরার তকমা পাননি তিনি। গত বিশ্বকাপের ফাইনালে শেষ পর্যন্ত লড়াই করে ইংল্যান্ডের শিরোপা জয়ে অসাধারণ ভূমিকা রাখেন স্টোকস। এরপর থেকে অলরাউন্ডার স্টোকসের বন্দনা বিশ্ব ক্রিকেটে। স্টোকসের সাথে ভারতের কারও তুলনা করা যাবে না বলে জানালেন দেশটির সাবেক ওপেনার গৌতম গম্ভীর।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন স্টোকস। শীর্ষে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। সিরিজের দ্বিতীয় টেস্ট শেষে হোল্ডারকে সরিয়ে র‌্যাংকিংয়ের শীর্ষে উঠেন স্টোকস। প্রথম দুই টেস্টে ব্যাট হাতে ৪৩, ৪৬, ১৭৬ ও অপরাজিত ৭৮ রান করেন স্টোকস। বল হাতেও ৯ উইকেট শিকার করেন তিনি। এমন পারফরম্যান্স আইসিসি র‌্যাংকিংয়ে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে তুলে তাকে।

সম্প্রতি স্টার স্পোর্টসের ক্রিকেট শো ‘কানেক্টেড’-এ স্টোকসের প্রশংসা করলেন গম্ভীর। তিনি বলেন, ‘এই মুহূর্তে স্টোকসের সাথে ভারতের কারও তুলনা করতে পারবেন না। কারণ স্টোকস নিজেকে অনেক উচ্চস্থানে নিয়ে গেছেন। টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট, তিন ফরম্যাটেই আমি মনে করি না যে, তার সমকক্ষ কেউ আছে।’

‘ভারতে তো দূরের কথা, এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে তার কাছাকাছিও এমন কেউ নেই। আর প্রতিটি দলে এমনই একজন খেলোয়াড় আপনার প্রয়োজন। স্টোকসের মতো কাউকে পাওয়া প্রতিটি অধিনায়কের জন্য সেরা অর্জন। যেভাবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং করে সে, তা সত্যিই অসাধারণ।’

গম্ভীর আরও বলেন, ‘অধিনায়ক হওয়ার জন্য নয়, আপনি নিজের পারফরম্যান্সেও দলনেতা হতে পারেন। অনেকেই স্টোকসের মতো হবে, কিন্তু এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটে কেউ নেই।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নেই আর্চার-স্টোকস

ইংল্যান্ডের ওয়ানডে দল ঘোষণা, নেই আর্চার-স্টোকস

কষ্ট হলেও অনুশীলনে ফিরে তৃপ্ত বিজয়

কষ্ট হলেও অনুশীলনে ফিরে তৃপ্ত বিজয়

আইপিএল ইস্যুতে ভারতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আরব আমিরাত

আইপিএল ইস্যুতে ভারতের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আরব আমিরাত

মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর

মাঠে গড়াচ্ছে বিশ্বকাপ সুপার লিগের প্রথম আসর