সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনবে না বিসিবি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ এএম, ১৭ আগস্ট ২০২০
সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনবে না বিসিবি

ছবি : বিসিবি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতি করোনাভাইরাস বাংলাদেশেও শনাক্ত হওয়ায় চলতি বছরের মার্চ মাস থেকে বন্ধ রাখা হয়েছে দেশের সকল ক্রীড়া ইভেন্ট। প্রথম রাউন্ড শেষে বন্ধ হয়ে যাওয়া ডিপিএল ছাড়াও দেশের মাটিতে ২২ গজে কোন খেলাই এখন পর্যন্ত শুরু হতে পারেনি।

ভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণে আসায় বিশ্বের বেশ কিছু দেশে মাঠে ফিরেছে ক্রিকেট। তবে বাংলাদেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি, এখনো নিয়ন্ত্রণের বাইরে রয়েছে প্রাণঘাতি এ ভাইরাস। যে কারণে, আগ বাড়িয়ে মাঠে খেলা ফেরানোর মতো সাহস দেখাতে গিয়ে বিপদ ডেকে আনতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এ কথা জানিয়েছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কর্মসূচি পালন শেষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘দুইটি শর্তে দেশে লিগ শুরু হতে পারে। এক, করোনা পরিস্থিতি যদি উন্নতি হয়। দ্বিতীয়ত, যদি ভ‌্যাসকিন আসে। এই দুইটা ছাড়া লিগ চালু করার যৌক্তিকতা দেখি না। একটা-দুইটা দেশ চেষ্টা করছে খেলা ফেরানোর। ইংল‌্যান্ড ছাড়া কোথাও খেলা হচ্ছে না। আমরা সাহস দেখাতে গিয়ে এখন বিপদ ডেকে আনা…, আমাদের কাছে যৌক্তিক কোনো ব্যাখ্যা নেই। হয় করোনা পরিস্থিতি উন্নতি করতে হবে নয়তো ভ‌্যাকসিন আসতে হবে। এ জন‌্য আমরা অপেক্ষা করছি।’

করোনার কারণে চলতি বছরের বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়েও শঙ্কা প্রকাশ করেন বিসিবি বস। বলেন, ‘বিপিএল আয়োজন খুবই কঠিন। আমার মনে হয় না এটা সম্ভব হবে । আপনি দেখেন, আইপিএলের খেলাই ভারতে করতে পারছে না। বাইরে করবে বলছে, তারপরেও অনেক খেলোয়াড় আসতে পারবে না। প্রথম দিকে তো না’ই। পরে যে আসতে পারবে সেই নিশ্চয়তাও নেই।’

তিনি বলেন, ‘খুব সাধারণ একটা ব্যাপার, নেগেটিভ ২০-২৫টা ছেলেকে নিয়ে খেলা শুরু করে দিলাম। কিন্তু মাঠে যখন খেলতে যাচ্ছে তখন কিন্তু পজিটিভ হচ্ছে। অতএব আমি আজকে নেগেটিভ আছি কালকে পজিটিভ হব না এ নিশ্চয়তা কেউ দিতে পারে না। তাই আমাদের সতর্কভাবে সকল সিদ্ধান্ত নিতে হবে।’

এদিকে দেশের মাটিতে আপাতত খেলা ফেরানো সম্ভাবনা না থাকলেও অক্টোবর মাসে শ্রীলঙ্কায় টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। ওই সিরিজের জন্য সেপ্টেম্বরেই শ্রীলঙ্কা সফরে যাবে মমিনুল-তামিমরা। শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলার সূচি রয়েছে বাংলাদেশের।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিপিএল আয়োজন করা কঠিন হবে : পাপন

বিপিএল আয়োজন করা কঠিন হবে : পাপন

শ্রীলঙ্কা সফরেই দলে ফিরছেন সাকিব

শ্রীলঙ্কা সফরেই দলে ফিরছেন সাকিব

তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

তিন পরীক্ষায় পাস করে শ্রীলঙ্কা যেতে হবে টাইগারদের

ধোনির বিদায়ে অবসর নিলেন সুরেশ রায়না

ধোনির বিদায়ে অবসর নিলেন সুরেশ রায়না