তামিম-মুশফিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান ম্যাকমিলান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২০ এএম, ৩০ আগস্ট ২০২০
তামিম-মুশফিকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে চান ম্যাকমিলান

চলতি বছরের অক্টোবরে তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কার সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সফরে যাওয়ার আগে ব্যাটিং কোচের দায়িত্ব থেকে ম্যাকেঞ্জি পদত্যাগ করার টাইগারদের নতুন ব্যাটিং কোচের দায়িত্ব দেওয়া হয়েছে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলানকে।

শ্রীলঙ্কা সফরের জন্য ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ম্যাকমিলান। সেপ্টেম্বরে সফরের প্রস্তুতি পর্বের সময় দলের সাথে যোগ দেবেন তিনি। শনিবার (২৯ আগস্ট) ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, টাইগার ক্রিকেটারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলাই তার প্রথম লক্ষ্য।

তিনি বলেন, ‘প্রথমে আমার যে কাজটি করতে হবে তা হলো খেলোয়াড়দের সাথে সম্পর্ক গড়ে তোলা। আমি সত্যিই এটির জন্য অপেক্ষায় রয়েছি। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের খেলার মাধ্যমে আমি বেশ কয়েকজন খেলোয়াড়কে চিনি, তবে তা যথেষ্ঠ নয়। আমি কৌশলে কোন পরিবর্তন করব না। এটি আমার প্রথম কাজ নয়।’

রঙিন পোষাকে বাংলাদেশের পারফরম্যান্স রঙিন হলেও একেবারে সাদামাটা পারফরম্যান্স সাদা পোষাকের ক্রিকেটে। টেস্ট ক্রিকেটে ভালো ভালো করতে ও দীর্ঘ সময় ব্যাটিং করতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত ও সঠিক শট সিলেকশন গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি। যে কারণে টেস্টে সাফল্য অর্জন কতরতে ব্যাটসম্যানদের দীর্ঘকাল ব্যাটিং করার টোটকা দেওয়ার পাশাপাশি ভালো সিদ্ধান্ত নিতে সহায়তা করতে চান তিনি তিনি।

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে মানসম্পন্ন টেস্ট ম্যাচে ব্যাটসম্যানদের প্রথম এবং সবচেয়ে প্রয়োজন হলো ডিফেন্স করা। তারপর দীর্ঘ সময় ধরে খেলতে ভাল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। তাই আপনি যদি এটি করতে পারেন তবে আপনি বোলারের সাথে লড়াইয়ে নামতে পারবেন। সঠিক সময়ে সঠিক শট খেলা টেস্ট ক্রিকেটের সাফল্যের মূল চাবিকাঠি।’

তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে আমি শ্রীলঙ্কা সফর ছাড়া অন্য কিছু ভাবছি না। আমি খেলোয়াড়দের সাথে কাজ করার জন্য উদগ্রীব হয়ে আছি রয়েছি। রাসেল ডোমিঙ্গোর মতো অভিজ্ঞ কোচ এবং অন্যান্য কোচিং স্টাফদের সাথে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই সফরটি নিয়ে আমরা আলোচনায় বসবো।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ছক্কায় নিজের গাড়ির কাঁচ ভাঙলেন ও’ব্রায়ান

ছক্কায় নিজের গাড়ির কাঁচ ভাঙলেন ও’ব্রায়ান

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

৪৫০ মিলিয়ন ডলার ক্ষতির মুখে ক্রিকেট অস্ট্রেলিয়া

যে কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রায়না

যে কারণে জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন রায়না

চেন্নাই শিবিরে করোনা হানা, কোয়ারেন্টাইনে পুরো দল

চেন্নাই শিবিরে করোনা হানা, কোয়ারেন্টাইনে পুরো দল