ক্যারিবীয় নারী দলের দায়িত্বে ওয়ালশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৯ এএম, ০৩ অক্টোবর ২০২০
ক্যারিবীয় নারী দলের দায়িত্বে ওয়ালশ

ফাইল ফটো

নিজ দেশ ওয়েস্ট ইন্ডিজের নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, অন্তত ২০২২ সালের শেষ পর্যন্ত ওয়ালশ এ দায়িত্বে থাকবেন।

ওয়ালশ এর আগেও বিভিন্ন সময়ে নারী দলের সাথে কাজ করেছেন। চলতি বছরের শুরুতে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় দলের সাথে ছিলেন তিনি। এবার পাকাপোক্তভাবে নারী দলের দায়িত্ব পেলেন।

নিজ দেশের নারী ক্রিকেট দলের দায়িত্ব নিয়ে ওয়ালশ বলেন, ‘গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আমি নারী দলের সঙ্গে কাজ করেছি। এছাড়া গত বছর ভারতের বিপক্ষে সিরিজেও এই দলের সাথে ছিলাম। তাই এ দলের ব্যাপারে আমার ভালো ধারণা রয়েছে। দলটির সামর্থ্য ও প্রতিভা নিয়ে কোন সংশয় নেই। ওয়েস্ট ইন্ডিজে দারুণ সব ক্রিকেটার আছে। আমার দায়িত্ব হবে, তাদের সাফল্যের পথ দেখানো ও লক্ষ্যগুলো অর্জনে সহায়তা করা।’

তিনি আরও বলেন, ‘আমি খুব ভালো করে জানি এই দলে কী দরকার। আমি সবসময় চাই, যে কোনোভাবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উন্নতিতে জড়িত থাকতে। আমার অভিজ্ঞতা, খেলাটা সম্পর্কে জ্ঞান এবং সব মিলিয়ে যে দক্ষতা আছে, তা দলের ম্যাচ জয়ের মানসিকতায় উন্নতি করার জন্য সাহায্য করবে।’

ওয়ালশকে দায়িত্ব দিয়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ডিরেক্টর জিমি এডামস বলেছেন, ‘আগামী বিশ্বকাপ পর্যন্ত নারী দল নিয়ে আমাদের যে পরিকল্পনা, সেখানে ওয়ালশ মূল ভূমিকা পালন করবেন।’

গত বছরের বিশ্বকাপ শেষে বাংলাদেশের বোলিং কোচ হিসেবে দায়িত্ব শেষ হয় ওয়ালশের। তিন বছর টাইগারদের দায়িত্ব পালন করেছেন তিনি। গত নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের সহকারী কোচ হিসেবে কাজ শুরু করেন এ কিংবদন্তি পেসার।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

দক্ষিণ আফ্রিকা ক্রিকেটের সঙ্কট আরও ঘনিভূত

ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি

ভারতেই সিরিজ আয়োজন করতে চান গাঙ্গুলি

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন মেসি-রোনালদো

চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবেন মেসি-রোনালদো