সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৪২ এএম, ০১ অক্টোবর ২০২০
সবকিছু বার্সার ভালোর জন্যই করেছি : মেসি

বার্সেলোনা ছাড়া নিয়ে যা কিছু ঘটেছে তার সবকিছুর ‘সমাপ্তি ঘটিয়ে’ সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি। সম্প্রতি স্প্যানিশ দৈনিক স্পোর্তের সঙ্গে এক সাক্ষাৎকারে লিওনেল মেসি এ আহ্বান জানান। একই সঙ্গে বলেন, ওই সময় যা কিছু করেছেন কিংবা বলেছেন সেটা বার্সেলোনার ভালোর জন্যই করেছেন বা বলেছেন।

সংবাদ মাধ্যমটি মেসির সাক্ষাৎকারের অংশ বিশেষ প্রকাশ করেছে। সেখানে মেসি বলেন, ‘এতদিন যা কিছু ঘটেছে সেসব কিছুতে আমি ইতি টানতে চাই। আমি বার্সার সকল নিবন্ধিত সদস্য ও সমর্থকদের একটা বার্তা দিতে চেয়েছিলাম। যদি এক মুহূর্তের জন্যও তাদের কেউ আমার কোন কথায় বা কাজে বিরক্তবোধ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে এটা ভেবে নেবেন, যা কিছুই আমি করেছি, তা সব সময় ক্লাবের সর্বোচ্চ স্বার্থের ভাবনা মাথা রেখেই করেছি।’

বর্তমান বিশ্বে এ ফুটবল যাদুকর বলেন, ‘আমি এতদিন যা কিছু বলেছি এবং করেছি তার সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। আর আমার সকল ভুল আমি স্বীকার করে নিচ্ছি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা বার্সেলোনার জন্যই করেছি। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মনে রাখতে হবে সেরাটা এখনো বাকি।’

এর আগে গত শুক্রবার সুয়ারেজের বিদায়ের ঘটনা নিয়ে সমালোচনা করে মেসি বলেছিলেন, ‘এখন কোন কিছুই আর আমাকে বিষ্মিত করে না।’ সেই মেসি এখন ক্লাবের ঐক্যের ডাক দিলেন।

মেসি বলেন, ‘রোমাঞ্চ আর প্রেরণার সঙ্গে একাগ্রতা যোগ হলেই শুধু আমরা লক্ষ্য অর্জন করতে পারব। সবসময় আমাদের এককাবদ্ধ হয়ে থাকতে হবে, একই দিকে এগিয়ে যেতে হবে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

যে কারণে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

যে কারণে বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন মেসি

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

মেসিকে নিয়ে মুখ খুললেন গার্দিওলা

বিরোধ নয়, মেসির সাথে সমঝোতা চান বার্তোমেউ

বিরোধ নয়, মেসির সাথে সমঝোতা চান বার্তোমেউ

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড

৯ বছরের আইনি লড়াইয়ে মেসির জয়, থাকছে মেসি ব্র্যান্ড