প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:৪০ এএম, ১১ অক্টোবর ২০২০
প্রেসিডেন্টস কাপে ৩৭ লাখ টাকার প্রাইজমানি

প্রেসিডেন্টস কাপের ট্রফি/বিসিবি

টাইগার ক্রিকেটারদের তিন দলের প্রেসিডেন্টস কাপ এখন আর শুধুমাত্র ওয়ার্মআপ টুর্নামেন্ট নয়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ ফেসবুকে সরাসরি সম্প্রচার ছাড়াও ফাইনাল ম্যাচ দেখানো হবে টেলিভিশনে। এবার তিন দলের এ টুর্নামেন্টের জন্য প্রায় ৩৭ লাখ টাকার প্রাইজমানি ঘোষণা করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পুরস্কার হিসেবে পাবে ১৫ লাখ টাকা। আর রানাস-আপ দল পাবে তার অর্ধেক সাড়ে ৭ লাখ টাকা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন-রানারআপ ছাড়াও আরও ৯ ক্যাটাগরিতে পুরস্কারের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিরিজ সেরা খেলোয়াড়ার পাবেন ২ লাখ টাকা এবং সিরিজ সেরা ব্যাটসম্যান-বোলার ও ফিল্ডার প্রত্যেকে এক লাখ টাকা করে পাবেন।

ফাইনাল ম্যাচের ম্যাচসেরা খেলোয়াড় পাবেন এক লাখ টাকা। এছাড়া গ্রুপ পর্বের ৬ ম্যাচের জন্যও রাখা হয়েছে ‌‘ম্যান অব দা ম্যাচ’র পুরস্কার।

প্রত্যেক ম্যাচের সেরা খেলোয়াড় পাবেন ৫০ হাজার টাকা করে। আর গ্রুপ এবং ফাইনাল ম্যাচসহ মোট ৭ ম্যাচের প্রত্যেক ম্যাচে সেরা ব্যাটসম্যান-বোলার এবং ফিল্ডারকে দেওয়া হবে ২৫ হাজার টাকা করে পুরস্কার।

তিন দলের প্রেসিডেন্ট কাপে মোট ১১ ক্যাটাগরিতে মোট ৩৬ লাখ ৭৫ টাকা প্রাইজমানি দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

ফেসবুকে দেখা যাবে প্রেসিডেন্টস কাপের খেলা

ফেসবুকে দেখা যাবে প্রেসিডেন্টস কাপের খেলা

প্রেসিডেন্টস কাপের সূচি প্রকাশ

প্রেসিডেন্টস কাপের সূচি প্রকাশ

ধর্ষণের প্রতিবাদে এবার টাইগারদের ঐক্যবদ্ধ ভিডিও বার্তা

ধর্ষণের প্রতিবাদে এবার টাইগারদের ঐক্যবদ্ধ ভিডিও বার্তা

মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি

মুজিববর্ষের সেই ম্যাচ দুটি আয়োজন করবে বিসিবি