কোহলিদের কোয়ারেন্টাইন শর্ত শিথিল করলো অস্ট্রেলিয়া

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৭:০৬ এএম, ২৪ অক্টোবর ২০২০
কোহলিদের কোয়ারেন্টাইন শর্ত শিথিল করলো অস্ট্রেলিয়া

ফাইল ফটো

ওয়ানডে-টি-টোয়েন্টি ও টেস্ট সিজির খেলবে নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। কোহলিদের এ সফরে কোয়ারেন্টাইন ইস্যুতে কঠোর অবস্থান থেকে সরে এসেছে অস্ট্রেলিয়া। বাধ্যতামূলক কোয়ারেন্টাইন পালন করতে হলেও একই সময়ে করা যাবে অনুশীলন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) পক্ষ থেকে জানানো হয়, প্রাণঘাতি করোনার মাঝে অস্ট্রেলিয়ার স্বাস্থ্যবিধি নিয়ম মানতে হবে টিম ইন্ডিয়াকে। দেশটিতে পৌঁছে কোহলি-রোহিতদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। তবে কোয়ারেন্টাইনে থাকাকালীনই ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা অনুশীলন করতে পারবেন।

ক্রিকইনফোর এক প্রতিবেদনেও এমন তথ্য জানানো হয়েছে। বলা হয়, কোয়ারেন্টাইনে থাকলেও অনুশীলন করতে পারবে ভারত দল। নিউ সাউথ ওয়েলস রাজ্য সরকার এমনটাই অনুমতি দিয়েছে। এখন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সবুজ সংকেত পেলেই সিরিজের আনুষ্ঠানিক সূচি ঘোষণা করবে সিএ।

সংযুক্ত আরব আমিরাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর খেলছে ভারতীয় ক্রিকেটারা। আইপিএল শেষে অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। সেখানে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকবে টিম ইন্ডিয়া। সফরে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং চারটি টেস্ট ম্যাচ খেলবে ভারত।

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিল  অস্ট্রেলিয়া

ক্রিকেটারদের জন্য মনোবিদ নিয়োগ দিল অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেটারদের ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ক্রিকেটারদের ৩৬ ঘণ্টার কোয়ারেন্টাইন

আইপিএল নিয়ে চিন্তিত ছিলেন সৌরভ

আইপিএল নিয়ে চিন্তিত ছিলেন সৌরভ

ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত

ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি বলের টেস্ট খেলবে ভারত