স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৪ এএম, ০৪ নভেম্বর ২০২০
স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছে না ভারত

চলতি নভেম্বরেই অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে ভারত ক্রিকেট দল। সফরে তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। সংযুক্ত আরব-আমিরাতে চলমান আইপিএল শেষেই অস্ট্রেলিয়া সফরে যাবেন কোহলিরা।

সর্বশেষ অস্ট্রেলিয়া সফরে চার ম্যাচের টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বিরাট কোহলির দল। ওই সিরিজে অস্ট্রেলিয়া দলে ছিলেন না দুই সেরা খেলোয়াড় স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নার। তবে আসন্ন সফরে অস্ট্রেলিয়া দলে থাকছেন স্মিথ-ওয়ার্নার।

ক্রিকেট বিশেষজ্ঞদের মতামত ছিল, চার ম্যাচের টেস্ট সিরিজে স্মিথ-ওয়ার্নার না থাকায় সিরিজ জিততে ভারতের কোন সমস্যা হয়নি। এবার অনেকেই বলছেন, এবার সিরিজ জয়ের সম্ভাবনা অনেক কম ভারতের। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলি বিষয়টি মানতে নারাজ। তার মতে, স্মিথ-ওয়ার্নার থাকলেও অস্ট্রেলিয়াকে হারনোর সামর্থ্য রয়েছে ভারতের।

ভারতের সফর নিয়ে গাঙ্গুলি বলেছেন, ‘নিজেদের কন্ডিশনে অস্ট্রেলিয়ার ভয়ঙ্কর দল। তাদের দলে স্মিথ-ওয়ার্নার-লাবুশেনের মতো সেরা ব্যাটসম্যান রয়েছে। গত সফরে স্মিথ-ওয়ার্নার ছিল না। তবে এবার তারা দলে থাকায় অসিদের শক্তি অনেকগুণ বেড়ে গেছে।’

তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার পেস আক্রমনও অনেক শক্তিশালী। ভারতের জন্য সিরিজটি কঠিন হবে। তবে অস্ট্রেলিয়া যত শক্তিশালীই হোক না কেন, ভারতের জয়ের সামর্থ্য রয়েছে। কারণ, ভারতেরও লড়াই করার ক্ষমতা আছে। আসন্ন সিরিজটি প্রতিন্দ্বন্দিতাপূর্ণ হবে।’

ভারতের ব্যাটিং নিয়ে গাঙ্গুলির চিন্তা থাকলেও বোলিং লাইন-আপ শক্তিশালী বলে মন্তব্য করেছেন। বলেন, ‘ভারতের ব্যাটসম্যানদের বড়-বড় ইনিংস খেলতে হবে। যারা ভালো ব্যাটিং করবে, তারাই সিরিজটি জিতবে। এ জন্য ভারতের ব্যাটসম্যানদের স্কোর বোর্ড বড় স্কোর থাকতে হবে। ভারতের বোলিং লাইন-আপ ভারসাম্যপূর্ণ আছে। জসপ্রিত বুমরাহ-মোহাম্মদ শামি-উমেশ যাদব-নবদ্বীপ সাইনিরা অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের বড় পরীক্ষা নেবে।’

ইনজুরির কারণে অস্ট্রেলিয়া সফরের দলে নেই দলের দুই সেরা খেলোয়াড় রোহিত শর্মা ও ইশান্ত শর্মা। তাদের ইনজুরির উন্নতি হলে সফরের মাঝেও তাদের সুযোগের সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছেন গাঙ্গুলি।

তিনি বলেন, ‘আমরা রোহিত ও ইশান্তের ইনজুরি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করছি। আমরা দু’জনকেই অস্ট্রেলিয়া সফরে দলে চাই। তাদের ইনজুরির উন্নতি হলে এবং যদি ফিট হয়ে উঠতে পারে, তাহলে নির্বাচকরা রোহিত-ইশান্তকে নিয়ে সিদ্ধান্ত নেবে। তখন তাদের অস্ট্রেলিয়ায় পাঠানোও হতে পারে।’

[sportsmail24.com এর ওয়েবসাইট এখন sportsmail.com.bd ঠিকানাতেও ব্রাউজ করে পড়তে পারবেন। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ফোনে স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস থেকেও খেলাধুলার সকল নিউজ পড়তে পারবেন। ইনস্ট্রল করুন স্পোর্টসমেইল২৪.কমের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাঠে ফিরছে দর্শক

ভারত-অস্ট্রেলিয়া টেস্টে মাঠে ফিরছে দর্শক

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

ভারত সিরিজে অস্ট্রেলিয়া দলে ক্যামেরন গ্রীন

ভারতের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

ভারতের সফরের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করলো অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা

অস্ট্রেলিয়া সফরে ভারতের দল ঘোষণা, নেই রোহিত শর্মা