ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৭ এএম, ২৪ ফেব্রুয়ারি ২০২১
ওসব ভাবছি না, সুযোগ পেলে সেরাটা দিব : সাইফউদ্দিন

ফাইল ফটো

নিউজিল্যান্ড সফরে বাউন্সি উইকেটের কথা চিন্তা করে দলে পেস বোলারের সংখ্যা বাড়ানো হয়েছে। অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে ২০ জনের দলে পেসার রয়েছেন সাতজন। তবে স্কোয়াডে এতো পেসার থাকায় একাদশে জায়গা পাওয়া বা ধরে রাখার বিষয়ে চাপ নিতে রাজি নন সাইফউদ্দিন।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে বিসিবিতে সাংবাদিকদের সাথে কথা বলেন মোহাম্মদ সাইফউদ্দিন। দলের জায়গা পাাওয়ার বিষয়ে চাপ নেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘ওসব নিয়ে চিন্তা করছি না, প্রসেসটা ঠিক রাখলে ইনশাআল্লাহ সফলতা পাব।’

সাইফউদ্দিন আরও বলেন, ‘না এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা বেটার মনে হবে সেটাই হবে। তবে ইনশাআল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।’

স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত বাংলাদেশ ওয়ানডে বা টি-টোয়েন্টি ফরম্যাটে কোন ম্যাচ জিতেনি। ১৪টি ওয়ানডের মাঝে ১৩টিতেই হেরেছে বাংলাদেশ, অন্য ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেছে। এছাড়া চারটি টি-টোয়েন্টির সবগুলোই হেরেছে টাইগাররা।

এবারের সফরে নিয়ে সাইফউদ্দিন বলেন, ‘আপনি যদি ভালো করেন যেকোন কন্ডিশনে, যেকোন উইকেটে ভালো করা সম্ভব। আপনি লাইন-লেন্থে করতে (বল) না পারেন খারাপ হবে, স্বাভাবিক। যেটা হবে, আমার বেসিকটা দেওয়ার চেষ্টা করবো। বোলিং আমার প্রথম স্কিল। তো, এটা নিয়ে আমি বেশি সিরিয়াস। আশা করি ভালো করবো।’

করোনা পরবর্তী দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতলে টেস্ট সিরিজের হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এছাড়া সিরিজ শেষে নিউজিল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে আনুষ্ঠানিকভাবে অনুশীলনও করতে পারেনি টাইগাররা। ফলে নিউজিল্যান্ডের কন্ডিশনে মানিয়ে নিতে বাংলাদেশ দলকে বেশ বেগ পেতে হবে এটা বলাই যায়।

এছাড়া করোনার কারণে নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইন পালন করতে হবে বাংলাদেশ দলকে। দেশে বায়ো-সুরক্ষা পরিবেশে থাকলেও বিদেশে বাংলাদেশ দলের এটাই প্রথম কোয়ারেন্টাইন। তবে সবকিছু মিলিয়ে আশাবাদী অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।

তিনি বলেন, ‌‌‘ইনশাআল্লাহ, যদিও আমরা দুই সপ্তাহ সময় পাব (নিউজিল্যান্ডে), প্র্যাকটিসের জন্য। কন্ডিশনের সাথে মানিয়ে যাওয়ার চেষ্টা করবো, কোচিং স্টাফদের সহায়তা নিয়ে। লাস্ট কয়েকদিন এখানে (বিসিবির একাডেমিতে) ছিলাম, প্র্যাকটিস করেছি। তো ওভারঅল ইনশাআল্লাহ, প্রিপারেশনটা (ব্যক্তিগত) ভালো।’

নিউজিল্যান্ড সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল। দুই ফরম্যাট মিলে ২০ জনের দল ঘোষণা করেছে বিসিবি। নিউজিল্যান্ড পৌঁছে কোয়ারেন্টাইন শেষে কুইন্সটাউনে ৫ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ।

প্রথমে ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। তিন ম্যাচ সিরিজের ওয়ানডে মাঠে গড়াবে যথাক্রমে ২০, ২৩ ও ২৬ মার্চ। এছাড়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮, ৩০ মার্চ ও ১ এপ্রিল।

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

দলে সুযোগ পেতে সেরাটা দিচ্ছি : সাইফুদ্দিন

দলে সুযোগ পেতে সেরাটা দিচ্ছি : সাইফুদ্দিন

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

দেশের খেলা আগে, দলে থাকলে টেস্ট খেলবো : মোস্তাফিজ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

সাকিবের ছুটি চাওয়ায় বিব্রত নন পাপন, মন খারাপ

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট বাদ দিয়ে আইপিএল খেলবেন সাকিব!