অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ছাটাই, নতুন একজন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৫০ এএম, ২৪ এপ্রিল ২০২১
অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তিতে ছাটাই, নতুন একজন

বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে বাইরে রেখে নতুন মৌসুমে কেন্দ্রীয় চুক্তি তালিকা প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে ঘোষিত তালিকায় নতুনদের সংখ্যাও কম, মাত্র একজন। ২০২১-২২ মৌসুমে চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

২০২০-২১ মৌসুমের অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি ছিল ২০ জন ক্রিকেটার। এবার সেটিকে কমিয়ে ১৭ জনে আনা হয়েছে। নতুন চুক্তি থেকে বাদ পড়েছেন ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, জো বার্নস এবং মিচেল মার্শ। চারজনের বাদ পড়ার মধ্যে একমাত্র নতুন মুখ ক্যামেরন গ্রিন।

নতুন মৌসুমের চুক্তিতে টেস্ট স্পেশালিস্ট হিসেবে রয়েছেন মাত্র তিনজন; স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং মার্নাস লাবুশেন।

কেন্দ্রীয় চুক্তির বিষয়ে দলের প্রধান নির্বাচক ট্রেভর হনস জানিয়েছেন, দলের খেলোয়াড়দের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা চান তিনি। যা এর মধ্য দিয়ে আরও বদ্ধি পাবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এ কেন্দ্রীয় চুক্তি মূলত পূর্ববর্তী ১২ মাসের পারফরম্যান্সের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। জাতীয় নির্বাচন প্যানেল আগামী বছরের জন্য অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব করার প্রত্যাশীদের বেছে নিয়েছে। যারা ইংল্যান্ডের বিপক্ষে হোম অ্যাশেজ সিরিজ এবং ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রতিনিধিত্ব করবে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় চুক্তি তালিকা
অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারে, প্যাট কামিনস, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, ঝাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

সমকামী বিয়ের পর এবার ক্রিকেটকে বিদায় বললেন কিমিন্স

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো কিউই নারীরা

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হলো কিউই নারীরা

ভারত বিশ্বকাপে ফিঞ্চই অস্ট্রেলিয়ার অধিনায়ক

ভারত বিশ্বকাপে ফিঞ্চই অস্ট্রেলিয়ার অধিনায়ক

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে

বিশ্বকাপ ভারতে, দৃষ্টি বাংলাদেশে