পিএসএলে যাচ্ছেন না মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:০৮ এএম, ২৪ মে ২০২১
পিএসএলে যাচ্ছেন না মাহমুদউল্লাহ

স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) বাকি অংশ খেলার জন্য প্লেয়ারস ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছিল মুলতান সুলতানস। দল পেলেও পিএসএল খেলবেন না তিনি। মাহমুদউল্লাহর না খেলার বিষয়টি নিশ্চিত করেছে মুলতান সুলতানস কতৃপক্ষ।

মাহমুদউল্লাহর বদলি হিসেবে ফ্র্যাঞ্চাইজিটি দলে ভিড়িয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটার শিমরন হেটমেয়ারকে। ক্রিকেটার রিপ্লেসমেন্ট সাবমিশন পদ্ধতিতে তাকে দলে ভিড়িয়েছে মুলতান সুলতানস।

এপ্রিলে অনুষ্ঠিত প্লেয়ারস ড্রাফটে দলে রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছিল মুলতান সুলতানস। ফ্র্যাঞ্চাইজিটির বিবৃতিতে জানানো হয়েছে ব্যক্তিগত কারণে দলটির সাথে যোগ দিবেন না তিনি। ধারণা করা হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গাজী গ্রুপের হয়ে খেলবেন তিনি।   

৩১ মে (সোমবার) থেকে মাঠে গড়ানোর কথা আছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) এবারের আসর। এ টুর্নামেন্টে মাহমুদউল্লাহ রিয়াদের গাজী গ্রুপের হয়ে মাঠে নামার কথা রয়েছে।

এর আগে পিএসএল থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সাকিব আল হাসান। রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে তাকে দলে ভিড়িয়েছিলো লাহোর কালান্দার্স। তবে তিনিও ডিপিএল খেলবেন বলে পিএসএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। এবারে ডিপিএলে মোহামেডানের হয়ে খেলবেন তিনি।

তিন বাংলাদেশি ক্রিকেটারের পিএসএল খেলার কথা ছিলো। তবে এর মধ্যে লিটন দাস পিএসএলে খেলতে যাবেন কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]

 


শেয়ার করুন :


আরও পড়ুন

জয়-পরাজয়ের ব্যবধান কমানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

জয়-পরাজয়ের ব্যবধান কমানোর লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

লিটন-সৌম্যের জ্বলে ওঠার আশায় ডোমিঙ্গো

লিটন-সৌম্যের জ্বলে ওঠার আশায় ডোমিঙ্গো

আবুধাবিতে পিএসএল, দেওয়া হল বিশেষ শর্ত

আবুধাবিতে পিএসএল, দেওয়া হল বিশেষ শর্ত

দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ

দুপুরে করোনা পজিটিভ সুজন, রাতে নেগেটিভ