ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৪ এএম, ১৬ জুন ২০২১
ডিপিএল সূচিতে পরিবর্তন, মিরপুরে আবারও জ্বলবে ফ্লাড লাইট

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ১০ম এবং ১১তম রাউন্ডের সূচিতে পরিবর্তন আনা হয়েছে। নতুন সূচি অনুযায়ী দুই রাউন্ডেই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে দিনের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ফ্লাড লাইটের আলোয়।

মঙ্গলবার (১৫ জুন) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সূচি প্রকাশ করেছে। 

এর আগে বৃষ্টির কারণে সাভারের বিকেএসপিতে ম্যাচ আয়োজন সম্ভব না হওয়ায় বেশ কয়েক রাউন্ডের খেলা মিরপুরে ফ্লাড লাইটের আলোতে অনুষ্ঠিত হয়। এরপর বিকেএসপিতে খেলা ফিরলেও মিরপুেরে আবারও ম্যাচের সংখ্যা বাড়ানো হলো।

সোমবার (১৪ জুন) ১০ ও ১১তম দুই রাউন্ডের সূচি প্রকাশ করা হয়েছিল।  তবে সেই সূচি থেকে আংশিক পরিবর্তন এনে নতুন সূচি প্রকাশ করা হলো। 

নতুন সূচি অনুযায়ী প্রতিদিন সকাল ৯টায় দিনের প্রথম ম্যাচটি শুরু হবে এবং দুপুর দেড়টায় মাঠে গড়াবে দিনের দ্বিতীয় ম্যাচটি এবং সন্ধ্যা ছয়টায় ফ্লাড লাইটের আলোতে মাঠে গড়াবে শেষ ম্যাচটি। ভেন্যু হিসেবে এবারও মিরপুরের পাশাপাশি থাকছে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ।

দশম রাউন্ডে বুধবার (১৬ জুন) সকাল ৯টায় বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডে শেখ জামাল বনাম ওল্ড ডিওএইচএস, বিকেএসপি-৪ নম্বরে গ্রাউন্ডে মোহামেডান বনাম খেলাঘর এবং মিরপুরে প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়নের ম্যাচ অনুষ্ঠিত হবে।

দুপুর দেড়টায় মিরপুরে আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর এবং বিকেএসপির ৪ নম্বর গ্রাউন্ডে রূপগঞ্জ বনাম পারটেক্স এর খেলা মাঠে গড়াবে। এছাড়া মিরপুরে সন্ধ্যা ছয়টায় অনুষ্ঠিত হবে শাইনপুকুর বনাম গাজী গ্রুপের খেলা।

বৃহস্পতিবার (১৭ জুন) ১১তম রাউন্ডে শাইনপুকুর বনাম গাজী গ্রুপের ম্যাচটি মিরপুরে অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টায়। এর আগে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দুপুর দেড়টায় বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডে।

একইভাবে, বিকেএসপি-৩ নম্বর গ্রাউন্ডে দুপুর দেড়টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল মোহামেডান বনাম গাজী গ্রুপের ম্যাচ। যেটি পরিবর্তিত হয়ে একই দিন সন্ধ্যা ছয়টায় মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

এক নজরে ডিপিএলের ১০ ও ১১তম রাউন্ডের সূচি

১০তম রাউন্ড, বুধবার (১৬ জুন)

সকাল ৯টা
শেখ জামাল বনাম ওল্ড ডিওএইচএস (বিকেএসপি-৩)
প্রাইম ব্যাংক বনাম ব্রাদার্স ইউনিয়ন (মিরপুর)
মোহামেডান বনাম খেলাঘর (বিকেএসপি-৪)

দুপুর দেড়টা
আবাহনী বনাম প্রাইম দোলেশ্বর (মিরপুর)
রূপগঞ্জ বনাম পারটেক্স (বিকেএসপি-৪)

সন্ধ্যা ছয়টা
শাইনপুকুর বনাম গাজী গ্রুপ (মিরপুর)

১১তম  রাউন্ড, বৃহস্পতিবার (১৭ জুন)

সকাল ৯টা
প্রাইম দোলেশ্বর বনাম ওল্ড ডিওএইচএস (বিকেএসপি-৩)
প্রাইম ব্যাংক বনাম খেলাঘর (মিরপুর)
শেখ জামাল বনাম ব্রাদার্স ইউনিয়ন (বিকেএসপি-৪)

দুপুর দেড়টা
শাইনপুকুর বনাম পারটেক্স (বিকেএসপি-৪)
আবাহনী বনাম রূপগঞ্জ (মিরপুর)

সন্ধ্যা ছয়টা
মোহামেডান বনাম গাজী গ্রুপ (মিরপুর)।

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিউজিল্যান্ডের ১৫ সদস্য

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

৩২ কোটির প্রাইজমানিতে বাংলাদেশ পাচ্ছে মাত্র ৮৫ লাখ

ব্যাকপেইনে মাঠে নেই মোস্তাফিজ

ব্যাকপেইনে মাঠে নেই মোস্তাফিজ

হাসান আলী-জয়াবিক্রমা টপকে সেরা ক্রিকেটার মুশফিক

হাসান আলী-জয়াবিক্রমা টপকে সেরা ক্রিকেটার মুশফিক