সুপার লিগে মোহামেডানের টানা হার, জয়ে ফিরলো প্রাইম ব্যাংক

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৮ এএম, ২২ জুন ২০২১
সুপার লিগে মোহামেডানের টানা হার, জয়ে ফিরলো প্রাইম ব্যাংক

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। এ হারে সুপার লিগে টানা দ্বিতীয় হারের স্বাদ পেলে মোহামেডান। অপরদিকে, নিজেদের প্রথম ম্যাচে হারের পর জয় পেল প্রাইম ব্যাংক।

সোমবার (২১ জুন) দিনের শেষ ও তৃতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রান করে মোহামেডান। জবাবে ব্যাট করতে নেমে ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

মোহামেডানের দেওয়া ১৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৫ রানে ভাঙে প্রাইম ব্যাংকের উদ্বোধনী জুটি। রনি তালুকদার ৯ রানে সাজঘরে ফেরার পর দ্বিতীয় উইকেটে রুয়েল মিয়া ও এনামুল হক বিজয় মিলে ৬৪ রানের জুটি গড়েন।

ব্যক্তিগত ১৪ রানে এনামুল বিদায়ের পর রুয়েল মিয়াও বিদায় নেন ৬৫ রানে। ৪০ বলে ৯ চার ও ২ ছক্কায় নিজের এই ইনিংস সাজান রুয়েল।

রুয়েলের বিদায়ের পরও জয়ের পথেই ছিল প্রাইম ব্যাংক। জয়ের জন্য শেষ ১২ বলে ২০ রান প্রয়োজন ছিল প্রাইম ব্যাংকের। আবু হায়দার রনির ১৯তম ওভারে চার বাউন্ডারিতে জয় এক রকম নিশ্চিত হয়ে যায় এনামুলের দলের। কারণ, ওই ওভারে রনির কাছ থেকে রাকিবুল-নাঈম তুলে নেন ১৯ রান। আর শেষ ওভারে ১ রানের প্রয়োজন পড়লে প্রথম বলেই সেটি পূরণ করেন আবু জায়েদ। ফলে ৫ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে প্রাইম ব্যাংক।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে মোহামেডান ৭ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করেছে। ওপেনিংয়ে নামা পারভেজ হোসেন ইমনের টর্নেডো ইনিংসের ওপর ভর করে বড় সংগ্রহের ভিত পেয়েছিল ঐতিহ্যবাহী ক্লাবটি। তবে মিডল অর্ডারের ব্যাটসম্যানরা বড় স্কোর গড়তে না পারায় ১৫৪ রানেই থেমে যায় মোহামেডান।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

টাইগারদের জিম্বাবুয়ে সফরে শঙ্কা নেই, সূচিও ‘চূড়ান্ত’

১১৭০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত

১১৭০ জন অস্বচ্ছল ক্রীড়াবিদকে ভাতা দেওয়ার সিদ্ধান্ত

রোমান সানার পর টোকিও অলিম্পিকে দিয়া সিদ্দিকী

রোমান সানার পর টোকিও অলিম্পিকে দিয়া সিদ্দিকী

উত্তেজনা ছড়ানো ম্যাচে আবাহনীর জয়

উত্তেজনা ছড়ানো ম্যাচে আবাহনীর জয়