দোলেশ্বরকে হারিয়ে শীর্ষে উঠলো আবাহনী

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৭ পিএম, ২৪ জুন ২০২১
দোলেশ্বরকে হারিয়ে শীর্ষে উঠলো আবাহনী

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার লিগে আবারও শীর্ষস্থান দখর করলো আবাহনী লিমিটেড। বৃষ্টির আইনে সুপার লিগের তৃতীয় ম্যাচে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে মোহাম্মদ নাঈম শেখের নেতৃত্বাধীন আবাহনী। এ জয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের সমান পয়েন্ট হলেও রান রেটে এগিয়ে থেকে শীর্ষে উঠেছে আবাহনী।

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (২৩ জুন) দিনের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৩৫ রান সংগ্রহ করে দোলেশ্বর। দলের পক্ষে ৪১ বলে সর্বোচ্চ ৩২ রান করেন ফজলে মাহমুদ।

দোলেশ্বর ১৩৫ রান করলেও বৃষ্টির কারণে ডাকওয়ার্থ লুইস (বৃষ্টি আইন) পদ্ধতিতে ১৩ ওভারে আবাহনীর সানে লক্ষ্য দাঁড়ায় ৯১ রান। যেখানে ৭ বল বাকি থাকতেই ৭ উইকেটে জয় তুলে নেয় আবাহনী। ইনজুরির কারণে সুপার লিগ থেকে মুশফিকুর রহিম ছিটকে যাওয়ায় আবাহনীর নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ নাঈম শেখ।
sportsmail24
৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুই ওপেনার লিটন দাস ও মুনিম শাহরিয়ার মিলে দলকে ৬৬ রান এনে দেন। লিটন ২৫ বলে ২৭ রান করে সাজঘরে ফিরলেও অর্ধশতক থেকে মাত্র ৬ রান দূরে থাকতে ফিরেন মুনিম। ৩৪ বলে ৫টি চারে ৪৪ রান করেন তিনি।

এরপর নাজমুল হোসেন শান্ত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরলেও মোসাদ্দেক হোসেন সৈকতের ৭ বলে ৯ ও আফিফ হোসেন ধ্রুবর ৩ বলে ৩ রানের অপরাজিত ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় আবাহনী।

ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ব্যাট হাতে মাঠে নামার প্রয়োজন না হলেও বল হাতে প্রাইম দোলেশ্বরকে গুড়িয়ে দিয়েছিলেন তিনি। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে শিকার করেছেন ৩টি উইকেট।

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিব বিহীন মোহামেডানের হ্যাটট্রিক পরাজয়

সাকিব বিহীন মোহামেডানের হ্যাটট্রিক পরাজয়

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

এবার অবস্ট্রাক্টিং ইন দ্য ফিল্ডের শিকার সোহান

উত্তেজনা ছড়ানো ম্যাচে আবাহনীর জয়

উত্তেজনা ছড়ানো ম্যাচে আবাহনীর জয়

ব্যাট ছেড়ে বলে আশরাফুলের সাফল্য, তবুও দলের হার

ব্যাট ছেড়ে বলে আশরাফুলের সাফল্য, তবুও দলের হার