বিশ্বকাপ আয়োজনে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিল ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৭ পিএম, ২৯ জুন ২০২১
বিশ্বকাপ আয়োজনে শেষ দিন পর্যন্ত অপেক্ষায় ছিল ভারত

দেশব্যাপী অনিয়ন্ত্রিত করোনার কারণে নিজেদের মাঠে আইপিএলের ১৪তম আসরই শেষ করতে পারেনি ভারত। সেখানে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে জেদ ধরে ছিল ভারতীয় ক্রিকেট বোর্ড -বিসিসিআই। তবে সেই জেদ আর টিকলো না। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি অবশেষ স্বীকার করলেন, ভারতে আর বিশ্বকাপ আয়োজন সম্ভব হচ্ছে না।

চলতি বছর যে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে না তা এক প্রকার জানাই ছিল। এছাড়া সম্প্রতি আইসিসির বরাত দিয়ে ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে নিশ্চিত করেছিল, করোনার কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব-আমিরাতে। বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিও এবার সে তথ্য নিশ্চিত করলেন।

ভারতীয় একটি সংবাদ সংস্থাকে সৌরভ বলেছেন, ‘আইসিসিকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ আমিরশাহিতে সরানোর কথা। বিস্তারিত পরে ঘোষণা করা হবে।’

সৌরভ গাঙ্গুলি ছাড়াও এ বিষয়ে কথা বলেছেন বিসিসিআই-এর কোষাধ্যক্ষ অরুণ ধুমলও। তিনি বলেছেন, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে প্রতিযোগিতা (টি-টোয়েন্টি বিশ্বকাপ) আমিরশাহিতে সরানো হচ্ছে। এখন ডেল্টা ভ্যারিয়ান্টের (করোনাভাইরাস) খোঁজ মিলেছে। ফলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।’

ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে পারবে কি-না, সে তথ্য জানাতে সোমবারই (২৮ জুন) আইসিসিকে জানানোর শেষ দিন ছিল। ফলে দির্ঘদিন ধরে আশায় থাকলেও তা আর পূরণ হলো না। শেষ দিনেই জানিয়ে দিতে হয়েছে, করোনার কারণে চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের অক্ষম ভারত।

বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্ল বলেছেন, ‘সোমবার (২৮ জুন) আইসিসিকে জানানোর শেষ দিন ছিল। কনফারেন্স কলের মাধ্যমে আমি, সৌরভ, জয় শাহ, অরুণ ধুমল এবং যুগ্ম-সচিব কথা বলেছি। কোভিড পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। তবে কেউই নিশ্চিত নই যে, দু-তিন মাসে পরিস্থিতি কী হতে চলেছে। সব কিছুর কথা ভেবেই প্রতিযোগিতা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

বিশ্বকাপের আগেই মাঠে গড়াবে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। সেটাও অনুষ্ঠিত হবে আরব আমিরাতে। সেখানের করোনা পরিস্থিতি নিয়ে রাজীব শুক্ল বলেন, ‘বিকল্প কেন্দ্র হিসেবে আমিরশাহি সব থেকে ভালো। প্রত্যেকেই চেয়েছিলেন বিশ্বকাপ ভারতে হোক। কিন্তু এটা একটা আন্তর্জাতিক প্রতিযোগিতা। এটা নিয়ে কোনো ঝুঁকি নেওয়া উচিত নয়।’

এদিকে, ভারতের পরিবর্তে আরব-আমিরাতে বিশ্বকাপ সরে গেলেও এখনো ভ্যেনু চূড়ান্ত হয়নি। স্পোর্টস স্টারকে দেওয়া সাক্ষাৎকারে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‌‘আমরা এখনও সূচি চূড়ান্ত করিনি। তবে কোয়ালিফাইয়ারের ম্যাচগুলো হবে ওমানে। মূল গ্রুপের ম্যাচগুলো হবে সংযুক্ত আরব আমিরাতে।’

স্পোর্টসমেইল২৪/আরএস 

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 


শেয়ার করুন :


আরও পড়ুন

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

শতাব্দীর সেরা টেস্ট ক্রিকেটার যারা

‘এক ম্যাচ’ নিয়েই কোহলির যত ক্ষোভ

‘এক ম্যাচ’ নিয়েই কোহলির যত ক্ষোভ

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধন ১৭ অক্টোবর

আরব আমিরাতে টি-টোয়েন্টি বিশ্বকাপ, উদ্বোধন ১৭ অক্টোবর

ভারতের অধিনায়কত্বের আশায় ছিলাম: যুবরাজ

ভারতের অধিনায়কত্বের আশায় ছিলাম: যুবরাজ