অধিনায়ক হওয়ার পর পারফরম্যান্স ভালো হচ্ছে : বাবর আজম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৯ এএম, ২৯ জুলাই ২০২১
অধিনায়ক হওয়ার পর পারফরম্যান্স ভালো হচ্ছে : বাবর আজম

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটার পাকিস্তানের বাবর আজম। ক্রিকেটের তিন ফরম্যাটেই ব্যাট হাতে দুর্দান্ত খেলে থাকেন তিনি। পাকিস্তান দলকেও তিনি নেতৃত্ব দিচ্ছেন তিন ফরম্যাটে। গুঞ্জন উঠেছিল, বাবরের কাঁধ থেকে অধিনায়কত্বের চাপ কমানোর। তবে বাবর সাফ জানিয়ে দিলেন, অধিনায়ক হওয়ার পর থেকে তার পারফরম্যান্স ভালো হচ্ছে।

ইংল্যান্ড সফরটা ভালো কাটেনি পাকিস্তানের। তবে পিছনে না ফিরে সামনে এগিয়ে যেতে চান বাবর। তার মূল লক্ষ্য এখন ওয়েস্ট ইন্ডিজ সফরকে কেন্দ্র করে। সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে আজ (২৮ জুলাই) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান

মূলত টেস্ট ফরম্যাটে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না বাবরের। শেষ চার ম্যাচে ২০.৬৬ গড়ে তার সংগ্রহ মাত্র ১২৪ রান। সেজন্য কোন এক ফরম্যাট থেকে অধিনায়কত্ব এর দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বাবরকে চাপমুক্ত রাখার পরামর্শ দিয়েছিল সাবেক ক্রিকেটাররা।

তবে বাবর জানান, অধিনায়কত্ব তিনি উপভোগ করছেন। তিনি বলেন, 'আপনাকে আগে বুঝতে হবে অধিনায়কত্ব কি। ফিল্ডারদের অনুপ্রাণিত করা, বোলারদের পাশে থাকা, ব্যাটাররা রান না পেলে তাকে অনুপ্রেরণা দেয়া এগুলোই একজন অধিনায়কের দায়িত্ব।'

অধিনায়কত্বকে চ্যালেঞ্জ হিসেবে নেয়া বাবর আজম জানান, ভয়হীন ক্রিকেট খেলে ক্যারিবীয়দের বিপক্ষে ঘুরে দাঁড়াবে পাকিস্তান। অতীতের রেকর্ডও দলকে অনুপ্রাণিত করবে বলে জানান তিনি। অধিনায়ক হওয়ায় তিনি আরও দায়িত্ব নিয়ে খেলতে পারছেন বলে মনে করেন বাবর।

তিনি বলেন, 'অধিনায়ক হওয়ার পর থেকেই আমার উপর সকলের প্রত্যাশা বেড়ে গিয়েছে। অধিনায়ক হওয়ার পর থেকে প্রতি ম্যাচেই আমার পারফরম্যান্স ভালো হয়েছে। অধিনায়কত্বকে আমি চ্যালেঞ্জ হিসেবে দেখি। আমি আশা করি এটি নিয়েই আমি আরও ভালো খেলা উপহার দিতে পারব।'

ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিয়ে আশাবাদী বাবর বলেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা অতীতেও ভালো ক্রিকেট খেলেছি। ইংল্যান্ডে আমরা অন্যরকম খেলেছি। এবার আমাদের লক্ষ্য থাকবে ভয়হীন ক্রিকেট খেলা।'

স্পোর্টসমেইল২৪/এমআরএইচ

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

নেপালিদের বিনোদন দিতে চান আফ্রিদি

অজিদের বিপক্ষে সিরিজ হেরে উইকেটকে দুষছেন পোলার্ড

অজিদের বিপক্ষে সিরিজ হেরে উইকেটকে দুষছেন পোলার্ড

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন লিটন দাসও

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচেও অনিশ্চিত মোস্তাফিজ