বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৩৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০২১
বিশ্বকাপ না খেলা তামিম খেলতে চান নেপালে

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ওপেনার তামিম ইকবাল। তবে বিশ্বকাপ না খেললেও আইসিসির সহযোগী দেশ নেপালে অনুষ্ঠিতব্য ফ্রাঞ্চাইজি লিগে খেলা অনুমতি চেয়েছেন দেশসেরা এ ওপেনার। দীর্ঘদিন টি-টোয়েন্টি ক্রিকেট থেকে দূরে থাকা এবং প্রস্তুতির ঘাটতির কারণেই মূলত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এভারেস্ট প্রিমিয়ার লিগের দল ভৈরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে খেলার কথা তামিমের। এ টুর্নামেন্ট খেলতে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আবেদন করেছেন এ ব্যাটসম্যান। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।

তামিমের আবেদনের ব্যাপারের এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি বিসিবি। দুই-একদিনের মধ্যে তামিমকে অনাপত্তিপত্র দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়েছেন আকরাম খান।

চলতি বছরের ২৫ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে নেপালের ফ্রাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ এভারেস্ট প্রিমিয়ার লিগ। ১৪ দিনের এ আসরের পর্দা নামবে ৯ অক্টোবর। তবে টুর্নামেন্টে খেলার আগে তামিমকে হাঁটুর চোট থেকে সেরে উঠতে হবে। চলতি মাসের মাঝামাঝি সময়ে তার ব্যাট হাতে অনুশীলন শুরু করার কথা রয়েছে।

এভারেস্ট প্রিমিয়ার লিগের প্রথম আসর চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাস মহামারির কারণে আয়োজনটি পিছিয়ে দেওয়া হয়।

নেপালে এ ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে খুব বেশি সংখ্যক তারকা খেলবেন না। ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল, নেপালের সন্দ্বীপ লামিচানে, শ্রীলঙ্কার দীনেশ চান্দিমাল এবং আফগানিস্তানের মোহাম্মদ শেহজাদের মতো ক্রিকেটাররা এখানে খেলবেন।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

রান পেতে ব্যাটসম্যানদের বিশেষ পরামর্শ প্রিন্সের

চতুর্থ ম্যাচ জিতে ‘ফাইনালে’ দৃষ্টি দিতে চায় নিউজিল্যান্ড

চতুর্থ ম্যাচ জিতে ‘ফাইনালে’ দৃষ্টি দিতে চায় নিউজিল্যান্ড

মিসবাহ-ওয়াকারের বিদায়, জাতীয় দলে ফিরছেন আমির

মিসবাহ-ওয়াকারের বিদায়, জাতীয় দলে ফিরছেন আমির

কোচ নিয়ে প্রশ্ন তুললেন মাশরাফি

কোচ নিয়ে প্রশ্ন তুললেন মাশরাফি