স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলা হচ্ছে না মাদুশাঙ্কা ও পেরেরার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩৩ এএম, ১৭ সেপ্টেম্বর ২০২১
স্কোয়াডে থাকলেও বিশ্বকাপ খেলা হচ্ছে না মাদুশাঙ্কা ও পেরেরার

কোনোভাবেই ইনজুরিমুক্ত হতে পারছেন না শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুশল পেরেরা। কাঁধের ইনজুরির ভারত সিরিজ মিস করার পর করোনাভাইরাসে আক্রান্ত হন তিনি। মাঠে ফেরার পর এবার হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছেন এ লঙ্কান টপ অর্ডার ব্যাটসম্যান।

নির্ধারিত সময়ের আগে ইনজুরি কাটিয়ে ফিট হতে পারলে বিশ্বকাপে পেরেরাকে দেখা যাবে। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ স্কোয়াড থেকে নিশ্চিতভাবেই ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার লাহিরু মাদুশঙ্কা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পেরেরা এবং মাদুশঙ্কা ইনজুরিতে পড়েন। ফিল্ডিংয়ের সময় ঝাঁপিয়ে বল থামাতে গিয়ে কাঁধে ব্যথা পান তিনি। এরপর এমআরআই করানো হলে কলারবোনে চিড় ধরা পড়ে।

শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেয়নি। তবে শ্রীলঙ্কা দলের চিকিৎসক দামিন্দা আত্তানায়েক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে রান নেওয়ার সময় হ্যামিস্ট্রংয়ের চোট পান কুশল পেরেরা। ফিল্ডিংয়ের সময় তার জায়গায় উইকেটের পিছনে দাঁড়ান দীনেশ চান্দিমাল।

শ্রীলঙ্কা দলের চিকিৎসক জানিয়েছে, চোটের ধরন এখনও বুঝতে না পারায় দ্রুত পুনর্বাসন শুরু করা যাচ্ছে না। তবে কয়েকদিন পর্যবেক্ষণে রাখার পর অবস্থা বোঝা যাবে বলে জানিয়েছেন তিনি।

পেরেরা যদি ছিটকে পড়েন তাহলে শ্রীলঙ্কা দল তাদের সেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ছাড়াই বিশ্বকাপ খেলতে নামবে। টি-টোয়েন্টি ফরম্যাতে ১৩২.৩১ স্ট্রাইকরেটে ১৪১৬ রান করেছেন এ বাঁহাতি ব্যাটসম্যান।

বিশ্বকাপের প্রাথমিক পর্বে ‘এ’ গ্রুপে খেলবে শ্রীলঙ্কা। চলতি বছরের ১৮ অক্টোবর নামিবিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে লঙ্কানরা। গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল

পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন বুন্ডেল

জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

জাহানারা-সুলতানাদের জিম্বাবুয়ে সফর চূড়ান্ত

নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের জন্য পাকিস্তানের দল ঘোষণা

নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডের জন্য পাকিস্তানের দল ঘোষণা

সবধরনের ক্রিকেট থেকে মালিঙ্গার অবসর ঘোষণা

সবধরনের ক্রিকেট থেকে মালিঙ্গার অবসর ঘোষণা