অ্যাশেজেও থাকছেন না স্টোকস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:০১ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২১
অ্যাশেজেও থাকছেন না স্টোকস

চলতি বছর অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়ার মাটিতে পাড়ি জমাবে ইংল্যান্ড। তবে অ্যাশেজ সিরিজের ইংল্যান্ড দলে থাকছেন না ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। এমনটাই জানিয়েছে ইংল্যান্ডের বিভিন্ন সংবাদ মাধ্যম।

মানসিক অবসাদজনিত কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের আগে ক্রিকেট থেকে অনির্দিষ্টকালীন সময়ের জন্য বিরতিতে গিয়েছেন বেন স্টোকস। এখনও মাঠে ফেরার ঘোষণা না দেওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা পাননি তিনি।

ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে না খেলার পর সংযুক্ত আরব আমিরাতের অনুষ্ঠিতব্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবং টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা যাবে না তাকে।

বৃটিশ সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন স্টোকস। এ বছর তার মাঠে না ফেরার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছেন তারা।

মানসিক বিরতিতে থাকায় স্বাভাবিকভাবেই অ্যাশেজে থাকছেন না বেন স্টোকস। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) অবশ্য তাকে পুরোপুরি স্বাধীনতা দিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময় ইসিবির নির্বাচক এবং প্রধান কোচ ক্রিস সিলভারউড বলেছিলেন, ‘বেন স্টোকসকে দল নির্বাচনের জন্য বিবেচনা করা হয়নি। কারণ তিনি মানসিক অবসাদজনিত সমস্যার কারণে আনির্দিষ্ট সময়ের জন্য বিরতিতে আছেন।’

ইংল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৭১ টেস্টে মাঠে নেমেছেন বেন স্টোকস। এ সময়ে ১০ টি সেঞ্চুরিসহ ৪৬৩১ রান করেছেন। এছাড়াও বল হাতে শিকার করেছেন ১৬৩ উইকেট।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

এবার ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

এবার ইংলিশদের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা

নিউজিল্যান্ডকে দেখে নেওয়া ‘হুমকি’ রমিজ রাজার

নিউজিল্যান্ডকে দেখে নেওয়া ‘হুমকি’ রমিজ রাজার

নিউজিল্যান্ড দ্বারা ‘খুন’ হলো পাকিস্তান ক্রিকেট

নিউজিল্যান্ড দ্বারা ‘খুন’ হলো পাকিস্তান ক্রিকেট

বরখাস্ত হওয়ার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি : ওয়াকার ইউনিস

বরখাস্ত হওয়ার আগে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি : ওয়াকার ইউনিস