ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন শাহিন আফ্রিদি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২৭ এএম, ০৮ অক্টোবর ২০২১
ইংলিশ কাউন্টিতে নাম লেখালেন শাহিন আফ্রিদি

কাউন্টি ক্রিকেটে নাম লেখালেন পাকিস্তানি পেসা শাহিন শাহ আফ্রিদি। ২০২২ মৌসুমের জন্য কাউন্টি ক্লাব মিডলসেক্সর সাথে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। মিডলসেক্স ক্লাবের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বুধবার (৬ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে এক মৌসুমের জন্য শাহিন শাহ আফ্রিদির চুক্তির বিষয়টি জানায়। ২১ বছর বয়সী এ বাঁহাতি পেসার মিডলসেক্সের হয়ে লাল বলের ক্রিকেটের পাশাপাশি সাদা বলের ক্রিকেটও খেলবেন তিনি।

পাকিস্তানের জার্সি গায়ে শাহিন শাহ আফ্রিদির পারফর্মেন্স বেশ উজ্জ্বল। পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৯ টেস্ট, ২৮ ওয়ানডে এবং ৩০ টি-টোয়েন্টি খেলেছেন তিনি।

বিবৃতিতে মিডলসেক্সের প্রধান নির্বাহী অ্যান্ড্রু কর্নিশ জানান শাহিন আফ্রিদিকে দলে ভেড়াতে পেরে তারা বেশ খুশি। বলেন, ‘আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি, ক্রিকেট বিশ্বের অন্যতম প্রতিভা আমাদের দলে খেলবে। শাহিন বিশ্বমানের একজন পেসার। ২০২২ মৌসুমে সে আমাদের প্রতিনিধিত্ব করবে।’

মিডলসেক্সের তাদের ঘরের মাঠ হিসেবে ক্রিকেটের তীর্থভূমি লর্ডসকে ব্যবহার করে। শাহিন আফ্রিদি জানিয়েছেন, লর্ডসে খেলার সুযোগ পেয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

বলেন, ‘মিডলসেক্সের হয়ে আগামী মৌসুম খেলবো। এজন্য আমি বেশ রোমাঞ্চিত। ইংল্যান্ডে তারা দারুণ কাউন্টি দল বলেই জানি। ক্রিকেটের ঘরের মাঠে খেলাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো বিষয়।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

বিশ্বকাপে আবুধাবি স্টেডিয়ামে বাড়ছে দর্শকসংখ্যা

ঘূর্ণিঝড়ে বিশ্বকাপ বাতিল করতে চেয়েছিল ওমান!

ঘূর্ণিঝড়ে বিশ্বকাপ বাতিল করতে চেয়েছিল ওমান!

শ্রীলঙ্কা সফরে টাইগার যুবাদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা

শ্রীলঙ্কা সফরে টাইগার যুবাদের ২১ সদস্যের স্কোয়াড ঘোষণা

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা

তিনদিনের প্রস্তুতির পর ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলবে টাইগাররা