আইসিসির আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারত

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:১৬ এএম, ০৯ অক্টোবর ২০২১
আইসিসির আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারত

২০২৩ সালের পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আরও ইভেন্ট আয়োজন করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। বিসিসিআই-এর এক কর্মকতা ভারতীয় সংবাদমাধ্যমকে এ আগ্রহের কথা জানিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপটি ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া কথা ছিল। তবে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সেটি এখন ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে। তবে পুরো আসর আয়োজনের দায়িত্বে থাকছে ভারতের কাছে।

২০২২ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ওয়ানডে বিশ্বকাপে পর আইসিসির আরও প্রতিযোগিতা ভারতে আয়োজন করার ভাবনা রয়েছে বিসিসিআই'র।

বিসিসিআই’র ওই কর্মকর্তা বলেন, ‘২০২৩ সালের বিশ্বকাপের পর ভারতে আইসিসির আরও প্রতিযোগিতা আয়োজন করার চেষ্টা করছি আমরা। সব ঠিক থাকলে আইসিসির কাছে আমাদের পরিকল্পনা পাঠানো হবে।’

তিনি বলেন, ‘আগামী আট বছরের মধ্যে আইসিসির অন্তত তিনটি প্রতিযোগিতা ভারতের মাটিতে আয়োজন করতে চাইছে বিসিসিআই। আইসিসির বৈঠকে নিজেদের ইচ্ছার কথা তুলে ধরবেন বিসিসিআইর সভাপতি সৌরভ গাঙ্গুলি।’

পুরুষদের ক্রিকেটে আরও বেশ কিছু প্রতিযোগিতা করার পরিকল্পনা ছিল আইসিসির। আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়ে আনতে চাইছে আইসিসি। পুরুদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা হয় ১৬ দলের মধ্যে। আইসিসির পরিকল্পনা আছে ভবিষ্যতে ২০ দল নিয়ে এ টুর্নামেন্ট আয়োজনের।

এছাড়া ৫০ ওভারের সর্বশেষ বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে ১০টি দল নিয়ে। তবে ২০২৭ এবং ২০৩১ সালে সেটা বাড়িয়ে ১৪ দলের করা হবে বলে জানিয়েছে আইসিসি। ২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ৫০ ওভারের বিশ্বকাপ হবে ১০ দলের।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা

আইপিএলে নতুন দলের বেসপ্রাইস ২ হাজার কোটি টাকা

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

শাস্ত্রীর পথে হাটছেন ভারতীয় দলের ট্রেনার

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’

‘পাকিস্তানের সাথে খেলতে ভয় পায় ভারত’

বিদেশে বিশ্বকাপ আয়োজন করেও ভারতের মুনাফা ১২ মিলিয়ন ডলার

বিদেশে বিশ্বকাপ আয়োজন করেও ভারতের মুনাফা ১২ মিলিয়ন ডলার