বিশ্বকাপের চূড়ান্ত দলে শ্রীলঙ্কার তিন পরিবর্তন

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:৫৬ এএম, ১১ অক্টোবর ২০২১
বিশ্বকাপের চূড়ান্ত দলে শ্রীলঙ্কার তিন পরিবর্তন

পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানের পর বিশ্বকাপের স্কোয়াডে পরিবর্তন আনলো শ্রীলঙ্কা। ওমানের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দুর্দান্ত পারফর্মেন্সের স্বীকৃতি স্বরুপ শ্রীলঙ্কার বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেয়েছেন পেসার লাহিরু কুমারা। এছাড়াও স্পিনার বিনুরা ফার্নান্দো এবং স্পিনার আকিলা ধনঞ্জয়াকে চূড়ান্ত স্কোয়াডে এনেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)।

ইন্টারন্যাশন্যাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মানুযায়ী রোববার (১০ অক্টোবর) পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন আনতে পারবে অংশগ্রহণকারী দলগুলো। এ দিনই চূড়ান্ত স্কোয়াড দিয়েছে শ্রীলঙ্কা। তবে রিজার্ভ হিসেবে কাউকে রাখেনি দলটি।

প্রথম দফায় বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল এসএলসি। চোট থেকে সেরে না ওঠায় মূল স্কোয়াড থেকে বাদ পড়েন লাহিরু মাদুশঙ্কা। লাহিরু মাদুশঙ্কার ইনজুরির কারণে নতুন করে পাঁচ ক্রিকেটারকে দলে অন্তর্ভুক্ত করে এসএলসি।

আগের শ্রীলঙ্কা স্কোয়াড থেকে বাদ পড়েছেন নুয়ান প্রদীপ, কামিন্দু মেন্ডিস, প্রবীণ জয়াবিক্রমা, মিনোদ ভানুকা, রমেশ মেন্ডিস, লক্ষ্ণ সান্দাকান এবং আশেন বান্দারা।

ওমানের বিপক্ষে দুই ম্যাচের সিরিজে ৬ উইকেট শিকার করেন লাহিরু কুমারা। এছাড়াও এক ম্যাচে দুই ওভার বোলিং করে এক উইকেট শিকার করেন বিনুরা ফার্নান্দো। তবে আকিলা ধনঞ্জয়া দুই ম্যাচের কোনোটিতেই বলার মতো কোনো পারফর্ম করতে পারেননি।

নির্ধারিত সময়ের শীর্ষ আটে থাকতে না পারায় শ্রীলঙ্কাকে প্রাথমিক পর্ব খেলতে হবে। এ পর্বে লঙ্কানদের প্রতিপক্ষ নামিবিয়া, আয়ারল্যান্ড এবং নেদারল্যান্ডস।

শ্রীলঙ্কা দল
দাসুন শানাকা (অধিনায়ক), ধনাঞ্জয়া ডি সিলভা (সহ-অধিনায়ক), কুশল পেরেরা, দীনেশ চান্দিমাল, আভিষ্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকসে, চারিথ আসালঙ্কা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা, মাহিশ থিকশানা, পাথুম নিশাঙ্কা, লাহিরু কুমারা, বিনুরা ফার্নান্দো, আকিলা ধনাঞ্জয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

শেষ দিনে আফগান বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তন, রিজার্ভে চারজন

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো ডিআরএস

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

বিশ্বকাপ স্কোয়াডে ‘পরিবর্তন’ আনলো বাংলাদেশ

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াডে আবারও পরিবর্তন, ফিরলেন শোয়েব মালিক