জাতীয় সঙ্গীতে টাইগারদের চোখে অশ্রু

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০৪ এএম, ৩০ অক্টোবর ২০২১
জাতীয় সঙ্গীতে টাইগারদের চোখে অশ্রু

টানা হারে বিদায়ের দাঁড়প্রান্তে বাংলাদেশ। চারদিকে চলছে নানা সমালোচনা। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারলেই কার্যত বিশ্বকাপ থেকে ছিটকে পড়বে টাইগাররা। এমন ম্যাচে আবেগ ধরে রাখা সত্যিই কঠিন। যা আরও ভালোভাবে প্রকাশ পেল ম্যাচ শুরুর আগে। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় টাইগারদের চোখে ঝড়ে পড়লো অশ্রু।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সঙ্গীত বাজার সময় কান্না আর চেপে রাখতে পারেনি টাইগাররা। বিশেষ করে বাংলাদেশ দলপতি মাহমুদউল্লাহ রিয়াদের চোখ দিয়ে ঝড়েছে অঝরে অশ্রু। জাতীয় সঙ্গীত গাওয়ার সময় দুই হাত দিয়ে বেশ কয়েকবার চোখ মুছলেন তিনি।

মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়াও টাইগার পেসার তাসকিন আহমেদের দুই গাল বেয়ে অঝোরে ঝরে পড়লো অশ্রু বার বার দেখা গেছে টিভি পর্দায়।

এদিকে, দলের খারাপ পারফরম্যান্সে সমালোচনা তাল দিয়ে আরও বিপাকে পড়েছেন টাইগার ক্রিকেটাররা। পর দুই ম্যাচে হেরে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম সংবাদ সম্মেলনে প্রশ্নের জবাবে পাল্টা জবাবে সমালোচনার ঝড়টা আরও বেড়ে গেছে।

যদিও টাইগার ক্রিকেটার নুরল হাসান সোহান অবশ্য মনে করে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটি জিততে পারলেই সমালোচনা বন্ধ হয়ে যাবে। একই সাথে যে আশা নিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করেছিল বাংলাদেশ, সেই সেমিফাইনালে খেলার আশা বেঁচে থাকবে।

বিশ্বকাপের সুপার টুয়েলভের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এবং দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অবশ্য এর আগে প্রাথমিক পর্বের শেষ দুই ম্যাচ জিতলেও স্কটল্যান্ডের বিপক্ষে হেরে গিয়েছিল টাইগাররা।

স্পোর্টসমেইল২৪/আরএস

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]


শেয়ার করুন :


আরও পড়ুন

পাকিস্তান সিরিজেও খেলতে পারবে না সাইফউদ্দিন

পাকিস্তান সিরিজেও খেলতে পারবে না সাইফউদ্দিন

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির লড়াই থাকতে চায় বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সেমির লড়াই থাকতে চায় বাংলাদেশ

যদি টকশো করতাম, তাহলে এ ব্যর্থতা দেখতে হতো না : শিশির

যদি টকশো করতাম, তাহলে এ ব্যর্থতা দেখতে হতো না : শিশির

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি

সমালোচনা সহ্য করাও শিল্প : মাশরাফি