ভুল শুধরে অজিদের হারাতে চায় বাংলাদেশ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:০৬ এএম, ০৪ নভেম্বর ২০২১
ভুল শুধরে অজিদের হারাতে চায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে কাগজে কলমে বেঁচে ছিল বাংলাদেশের সেমিফাইনাল সম্ভাবনা। তবে প্রোটিয়াদের কাছে বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভে নিজেদের শেষ ম্যাচ নিয়মরক্ষায় পরিণত হয়েছে। টাইগারদের স্পিন কোচ রঙ্গনা হেরাথের মতে এ ম্যাচে জয় পাওয়াটা বেশ জরুরি। ভুল শুধরে অজিদের বিপক্ষে নিজেদের জয় তুলে নিতে আগ্রহী বাংলাদেশ।

বিশ্বকাপের প্রাথমিক পর্বে দুই ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করলেও প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হেরে বেশ চাপে পড়েছিল টাইগার বাহিনী। তবে শেষ দুই ম্যাচ জিতে চাপমুক্ত হয়েছিল। সুপার টুয়েলভে থাকেনি সেই জয়ের ধারা।

সুপার টুয়েলভে চার ম্যাচে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচে জয়ের আশা জাগিয়ে তুললেও শেষ পর্যন্ত জয় তুলে নিতে পারেনি মাহমুদউল্লাহ বাহিনী। তাই তো নিজেদের ভুল শুধরে অজিদের বিপক্ষে জয় পেতে মরিয়া হয়ে আছে বলে জানান টাইগার স্পিন কোচ রঙ্গনা হেরাথ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে নামার আগে বুধবার (৩ নভেম্বর) এ কথা জানান বাংলাদেশের স্পিনার কোচ। এ বিষয়ে হেরাথ বলেন, ‘পেশাদার হিসেবে আমাদের শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমাদের আরও একটি খেলা আছে। আমাদের জেতার মানসিকতা রাখতে হবে, জেতার আত্মবিশ্বাস তৈরি করতে হবে। বাংলাদেশের ক্রিকেট সামনে তাকানোর কথা ভাবতে হবে। কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে আমাদের আরেকটি সুযোগ।’

ম্যাচের আগে অজিদেরকে নিয়ে বেশ বিশ্লেষণ করেই মাঠে নামছে বলে জানান তিনি। বলেন, ‘ছেলেরা বিশ্লেষণ করছে তারা কি করেছে এবং তাদের কি করতে হবে। আমি নিশ্চিত কাল আমরা শক্তভাবে ঘুরে দাঁড়াব।’

বাংলাদেশ দলে অনেক প্রতিশ্রুতিশীল ক্রিকেটার থাকা সত্ত্বেও ভালো করতে পারেনি। তবুও আরও একবার প্রত্যাশা রাখতে চান হেরাথ। বলেন, ‘এবার বিশ্বকাপ আমাদের ভাল যায়নি। এটা খেলারই অংশ। আমাদের ভাবতে হবে কীভাবে দল ও ব্যক্তি হিসেবে উন্নতি করা যায়। কোচদের জন্য এটা চ্যালেঞ্জের। কিন্তু এই ছেলেরা ভালো পারফরম্যান্সের সামর্থ্য রাখে। আরেকটা খেলা বাকি। আমি নিশ্চিত সেখানে নিজেদের মেলে ধরবে।’

বিশ্বকাপে ভালো না করলেও পরের সিরিজগুলোতে ভালো করার ব্যাপারে আশাবাদী কোচ হেরাথ। তার মতে, ‘আমাদের পরে যে সিরিজগুলো আছে পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে সেগুলোর জন্য প্রস্তুত হতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ] 



শেয়ার করুন :


আরও পড়ুন

ভেঙে পড়েছে সাকিবের কর্তৃত্ব, এখন যৌথ

ভেঙে পড়েছে সাকিবের কর্তৃত্ব, এখন যৌথ

টি-টোয়েন্টিতে নবম স্থানে নেমে গেল বাংলাদেশ

টি-টোয়েন্টিতে নবম স্থানে নেমে গেল বাংলাদেশ

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস গড়ার সুযোগ

নারী ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাস গড়ার সুযোগ

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন

দল হিসেবে ভালো না করলে সবকিছুই আসলে কঠিন : তাসকিন