সেমি-ফাইনালে নিজের পারফর্মেন্সে হতাশ হাসান আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৪৯ এএম, ১৫ নভেম্বর ২০২১
সেমি-ফাইনালে নিজের পারফর্মেন্সে হতাশ হাসান আলি

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেয় পাকিস্তান। এ ম্যাচে জ্বলে উঠতে পারেননি পাকিস্তানি বোলার হাসান আলি। শুধু তাই নয় গুরুত্বপূর্ণ সময়ে ফেলেছেন সহজ ক্যাচ। এরপরেই তাকে নিয়ে তৈরি হয়েছে সমালোচনা। নিজের দায় স্বীকার করে হাসান জানিয়েছেন, তার পারফর্মেন্সে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে দুর্দান্ত ক্রিকেট খেলেছে পাকিস্তান। সুপার টুয়েলভে কোনো ম্যাচ না হেরে সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল। পাকিস্তানের দারুণ পারফর্মেন্সের সময় বেশ সাদামাটা ছিলেন হাসান আলি। পুরো বিশ্বকাপ ৬ ম্যাচ খেলে শিকার করেছিলেন ৫ উইকেট।

হাসান আলির সাদামাটা পারফর্মেন্সের পরও দল নিয়মিত জয় পাওয়ায় চোখে পড়েনি তার পারফর্মেন্স। তবে গুরুত্বপূর্ণ সময়ে সহজ ক্যাচ ফেলায় পাকিস্তানি সমর্থকদের কাছে খলনায়কে পরিণত হয়েছেন তিনি।

এ বিষয়ে হাসান আলি বলেন, ‘আমি জানি আপনারা হতাশ। কারণ আমার পারফর্মেন্স আপনাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবে হয়তো কেউ আমার চেয়ে বেশি হতাশ না।’

সেমি-ফাইনালে হতাশ করলেও তার উপ আস্থা রাখতে বলেছেন হাসান। বলেন, ‘আমার প্রতি প্রত্যাশা বদলাবেন না। আমার সাধ্যমতো পাকিস্তান ক্রিকেটকে সার্ভিস দিতে চাই। এর জন আমি আরও বেশি পরিশ্রম করছি।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বাজে পারফর্ম করে সমর্থকদের সমালোচনার মুখে পড়েছিলেন হাসান আলি। এ সময়ে তাকে সমর্থন দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার এবং বর্তমান সতীর্থদের সবাই। খারাপ সময়ে সমর্থন দেওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। 

কৃতজ্ঞতা প্রকাশ করে হাসান আলি বলেন, ‘এই সময়টা আমাকে আরও শক্তিশালী করবে। বার্তা, টুইট, পোস্ট, ফোন কল ও প্রার্থনার জন্য সবাইকে ধন্যবাদ।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[sportsmail24.com এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার ভিডিও-ছবি এবং  সর্বশেষ সংবাদ পড়তে ব্রাউজ করুন যেকোন ঠিকানায়। এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলে ইনস্ট্রল করে নিতে আমাদের অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

প্রিয় বালিশকে সঙ্গী করেই ঢাকায় রিজওয়ান

প্রিয় বালিশকে সঙ্গী করেই ঢাকায় রিজওয়ান

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

বাংলাদেশ সফর না এসে টি-টেন লিগে হাফিজ

সিরিজের আগে পাকিস্তানের অনুশীলন চারদিন, সূচি প্রকাশ

সিরিজের আগে পাকিস্তানের অনুশীলন চারদিন, সূচি প্রকাশ

পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি

পাকিস্তান সিরিজে থাকছে দর্শক, জেনে নিন ম্যাচ সূচি