পরের ম্যাচের জন্য ভালো পরিকল্পনা চান মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ নভেম্বর ২০২১
পরের ম্যাচের জন্য ভালো পরিকল্পনা চান মাহমুদউল্লাহ

ফাইল ফটো

বিশ্বকাপ ব্যর্থতাকে পাশ কাটিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজে নেমেছিল বাংলাদেশ। তবে স্কোরবোর্ডে পর্যাপ্ত রান তুলতে না পারায় পাকিস্তানের বিপক্ষে সিরিজও হার দিয়ে শুরু করলো টাইগাররা। তবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ হতাশ না হয়ে পরের ম্যাচের জন্য করতে চান ভালো পরিকল্পনা।

দীর্ঘ ২১ মাস পর বাংলাদেশের মাঠে ফিরেছিল দর্শক। তবে দর্শকদের হতাশ করেছে বাংলাদেশ। দর্শকদের ফেরার ম্যাচে আশা জাগিয়েও জিততে পারেনি টাইগার বাহিনী।

ম্যাচ হেরে টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের মুখে উঠে এলো সেই পুরোনো কথা। পরের ম্যাচে নতুন পরিকল্পনা নিয়ে ভালো করার প্রত্যয়। অধিনায়ক রিয়াদ বলেন, ‘আশা করি, আগামীকাল আমরা আরও ভালো পরিকল্পনা নিয়ে আসতে পারব।’

শুক্রবার (১৯ নভেম্বর) মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। তবে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার পরে অধিনায়ক রিয়াদ বুঝতে পারেন উইকেটে বোলারদের জন্যও রয়েছে সুবিধা। ম্যাচ শেষে এমন কথা অকপটেই স্বীকার করেছেন তিনি।

এ বিষয়ে রিয়াদ বলেন, ‘আমি মনে করি যখন আমরা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তখন ব্যাট করার জন্য এটি বেশ ভালো উইকেট ছিল। কিন্তু বোলারদের জন্যও সাহায্য ছিল।’

শুরুতে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ভালো সংগ্রহ দাড় করাতে পারেনি বাংলাদেশ। ভালো সংগ্রহ দাঁড় করাতে না পারলেও বল হাতে শুরু পরিকল্পনা ভালো ছিল বলে জানান অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

তিনি বলেন, ‘১৪০ হলে ভালো হতো কিন্তু ১২৭ করেছি। ভেবেছিলাম যদি আমরা শুরুতেই দু-একটি উইকেট পেলে ভালো হবে, যা আমাদের বোলাররা করেছে। আমাদের বোলাররা ভালো করেছে।’

বোলারদের পারফর্মেন্সের কারণেই জয়ের খুব কাছাকাছি পৌঁছাতে পেরেছিল টাইগাররা। তবে শাদাব খান এবং মোহাম্মদ নেওয়াজের দারুণ ব্যাটিংয়ে জিততে পারেনি বাংলাদেশ। তাই তো পাকিস্তানি বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি বাংলাদেশ অধিনায়ক।

তিনি বলেন, ‘তাসকিন, মোস্তাফিজ, মাহেদী চেষ্টা করেছে। আমরা জয়ের অনেক কাছাকাছি ছিলাম। কিন্তু কৃতিত্ব ওদের শেষ দুই ব্যাটারকেই দিতে হবে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

জয়ের আশা জাগিয়ে হারের স্বাদ পেল বাংলাদেশ

জয়ের আশা জাগিয়ে হারের স্বাদ পেল বাংলাদেশ

মুশফিককে বিসিবির শোকজ

মুশফিককে বিসিবির শোকজ

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

প্রাণ ফিরলো মিরপুরের হোম অফ ক্রিকেটে

প্রাণ ফিরলো মিরপুরের হোম অফ ক্রিকেটে