ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৬ এএম, ২০ নভেম্বর ২০২১
ম্যাচসেরা হওয়া কঠোর পরিশ্রমের ফল : হাসান আলি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে জ্বলে উঠতে পারেননি পাকিস্তানি পেসার হাসান আলি। তবে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেই নিজের পুরোনো ছন্দে ফিরেছেন তিনি। নিজের পুরোনো ঝলক দেখিয়ে ম্যাচ সেরার পুরষ্কার বাগিয়ে নিয়েছেন হাসান আলি। কঠোর পরিশ্রমের কারণেই এ পুরষ্কার পেয়েছেন বলে জানান তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান দল দূর্দান্ত খেললেও নিজের ছায়া হয়ে ছিলেন হাসান আলি। বিশ্বকাপে খেলা ছয় ম্যাচে মাত্র ৫ উইকেট শিকার করতে পেরেছিলেন তিনি।

শুক্রবার (১৯ নভেম্বর) বাংলাদশের বিপক্ষে সিরিজেই উল্টো চিত্র দেখিয়েছেন হাসান আলি। ফিরেছিলেন নিজের চেনা ছন্দে। তবে বিশ্বকাপের পর ঢাকায় এসেই নিজের দূর্বলতা নিয়ে অনেক বেশি কাজ করেছিলেন বলে জানান হাসান।

এ বিষয়ে হাসান আলি বলেন, ‘ঢাকায় এসে আমি আমার দূর্বলতা কঠোর পরিশ্রম করেছি। দারুণ পারফর্মেন্স এটারই (কঠোর পরিশ্রম) পুরষ্কার।’

বিশ্বকাপে নিজের চেনা ছন্দে না থাকলেও তাকে একাদশে রেখেছিল পাকিস্তান দল। এছাড়াও পাকিস্তান থেকেও পেয়েছিলেন সমর্থন। এ বিষয়ে হাসান আলি বলেন, ‘আমি পাকিস্তানের সমর্থকদের ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার উৎসর্গ করতে চাই। বিশ্বকাপে আমার পারফর্মেন্স ভালো ছিল না। তবুও সমর্থকরা আমাকে সমর্থন দিয়েছেন। এজন্য আমি তাদের (সমর্থকদের) প্রতি কৃতজ্ঞ।’

ম্যাচ জিততে না পারলেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ দল। তাই তো বাংলাদেশ দলের প্রশংসাও করেছেন তিনি। তিনি বলেন, ‘ বাংলাদেশ সবসময় তাদের ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ। তারা আজকে বেশ ভালো খেলেছে। আমরা দল হিসেবে খেলার চেষ্টা করি। খুশদিল শাহ এবং মোহাম্মদ নাওয়াজ সুযোগ পেয়েছে এবং তারা ভালোও করেছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

ভারতের স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক

ভারতের স্টেডিয়ামে ফিরছে শতভাগ দর্শক

বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

বিগব্যাশে মেলবোর্নের অধিনায়কত্ব ছাড়লেন অ্যারন ফিঞ্চ

মুশফিককে বিসিবির শোকজ

মুশফিককে বিসিবির শোকজ

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম

চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন তামিম