আট মৌসুম পর ঢাকার ঘরে ষষ্ঠ জাতীয় লিগ শিরোপা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:০১ এএম, ২৫ নভেম্বর ২০২১
আট মৌসুম পর ঢাকার ঘরে ষষ্ঠ জাতীয় লিগ শিরোপা

দীর্ঘ আট মৌসুম পর আবারও জাতীয় ক্রিকেট লিগের শিরোপা নিজেদের ঘরে তুললো ঢাকা বিভাগ। সর্বশেষ ২০১৩-১৪ মৌসুমে শিরোপা জিতেছিল তারা। সাত বছর নিজেদের ৬ষ্ঠ শিরোপা জিতেছে ঢাকা।

জাতীয় ক্রিকেট লিগের ২৩তম আসরে নিজেদের ৬ষ্ঠ শিরোপা জিতেছে ঢাকা বিভাগ। রেকর্ড সাতবার শিরোপা জিতে সবার উপরে আছে খুলনা।

২৩তম আসরের শেষ রাউন্ডে নামার আগে শীর্ষে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল রংপুর বিভাগ। তবে শেষ রাউন্ডে ম্যাচ জিততে না পারায় শিরোপা নিজেদের করে নেয় ঢাকা বিভাগ।

শেষ রাউন্ডে ঢাকার প্রতিপক্ষ ছিল খুলনা। বুধবার (২৪ নভেম্বর) শেষ দিনে খুলনাকে ১৯৯ রানে অলআউট করে ঢাকা। এতেই শিরোপা জয় নিশ্চিত হয় তাদের।

এ ম্যাচের দুই ইনিংসে প্রভাব বিস্তার করেছিলেন ঢাকার দুই স্পিনার তাইবুর এবং শুভাগত হোম চৌধুরি। প্রথম ইনিংসে ক্যারিয়ার সেরা বোলিং করেন শুভাগত হোম। শিকার করেন ৭ উইকেট। দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পয়ান তাইবুর। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন শুভাগত হোম।

বিকেএসপির চার নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল রংপুর এবং সিলেট। এ ম্যাচের শেষ দিনে ৫ উইকেটে ৪৫৫ রান নিয়ে শুরু করা ৫৪০ রানে থামে সিলেট। তখনই মূলত নিশ্চিত হয় ঢাকা জিতলে শিরোপা তাদের কাছেই যাচ্ছে। শেষ পর্যন্ত ম্যাচ জিতে শিরোপা জেতে ঢাকা।

ঢাকার শিরোপা জয় নিশ্চিত হওয়ার পরপরই ড্র মেনে নেয় রংপুর এবং সিলেট। এতে প্রথম স্থর থেকে দ্বিতীয় স্থরে নেমে গিয়েছে খুলনা। দ্বিতীয় স্থরের চ্যাম্পিয়ন চট্টগ্রাম উঠে এসেছে প্রথম স্থরে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

টেস্ট সিরিজেও থাকছে দর্শক, টিকিট একশ থেকে পাঁচশ

টেস্ট সিরিজেও থাকছে দর্শক, টিকিট একশ থেকে পাঁচশ

বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম

বাংলাদেশে নতুন খেলোয়াড় তৈরি বন্ধ হয়ে গেছে : ইনজামাম

চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, শঙ্কা ঢাকাতেও

চট্টগ্রাম টেস্টে নেই সাকিব, শঙ্কা ঢাকাতেও

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা

যুক্তরাষ্ট্র মেয়েদের ২৭০ রানে হারালো বাংলাদেশের মেয়েরা