সূচি চূড়ান্ত, বিপিএলের সময়ই মাঠে গড়াচ্ছে পিএসএল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:২৬ এএম, ০৪ ডিসেম্বর ২০২১
সূচি চূড়ান্ত, বিপিএলের সময়ই মাঠে গড়াচ্ছে পিএসএল

কিছুদিন আগেই জানানো হয়েছিল এগিয়ে আসছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সূচি। শেষ পর্যন্ত তাই হয়েছে, পিএসএলের চূড়ান্ত সূচিত প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নতুন বছরের ২৭ জানুয়ারি মাঠে গড়াবে পিএসএলের ৭ম আসর।

নতুন বছরের ২০ জানুয়ারি থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। এতেই বিপিএলের সাথে বেশ সাংঘর্ষিক হয়ে দাঁড়াচ্ছে পিএসএল।

মূলত ২০২২ সালের মার্চ-এপ্রিলে আয়োজিত হবে অস্ট্রেলিয়া দলের পাকিস্তান সফর। এ সফরের কারণে পিএসএল সামনে এগিয়ে এনেছে পিসিবি। এছাড়াও আরব আমিরাতে অনুষ্ঠিতব্য এমিরেটস প্রিমিয়ার লিগের (ইপিএল) কারণে পিএসএল এগিয়ে আনা হয়েছে।

২৭ জানুয়ারি করাচি ন্যাশন্যাল স্টেডিয়ামে পিএসএলের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে করাচি কিংস এবং মুলতান সুলতানস। টুর্নামেন্টের প্রথম ১৫টি ম্যাচ আয়োজিত হবে করাচিতে। এরপর প্লে-অফ সহ বাকি সব ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম।

করাচিতে ২৭ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি আয়োজিত হবে প্রথম ১৫ ম্যাচ। ১০ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হবে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো।

পিএসএল শুরুর আগে চলতি বছরের ১২ ডিসেম্বর আয়োজিত হবে প্লেয়ার্স ড্রাফট। সেখানেই দলগুলো ক্রিকেটার ভেড়ানোর সুযোগ পাবেন।

যেসব দিনে দুই ম্যাচ, সেসব দিনগুলোয় বিকেলের ম্যাচ শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায় (বাংলাদেশ সময় বিকেল ৩টা) আর স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় হবে রাতের ম্যাচ। শুধু শুক্রবারের ম্যাচগুলো হবে এক ঘণ্টা পিছিয়ে। আর দিনের একমাত্র ম্যাচগুলো হবে স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্ট্রল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]


শেয়ার করুন :