ব্রিসবেন টেস্টের আগে ‘একাদশ’ জানালো ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৭ ডিসেম্বর ২০২১
ব্রিসবেন টেস্টের আগে ‘একাদশ’ জানালো ইংল্যান্ড

শুরু হচ্ছে বহুল প্রতিক্ষীত অ্যাশেজ লড়াই। এ লড়াই শুরুর আগের দিন ১২ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দলে নেই পেসার জেমস অ্যান্ডারসন। দীর্ঘদিন ফিরেছেন অলরাউন্ডার বেন স্টোকস।

অ্যাশেজের প্রথম টেস্টে ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে ইংল্যান্ড। এ ম্যাচকে সামনে রেখে তিন দিন আগেই নিজেদের একাদশ জানিয়েছিল অস্ট্রেলিয়া। তবে নিজেদের একাদশ নিয়ে ধোয়াশা রেখেছিল ইংল্যান্ড।

নিজেদের একাদশ নিয়ে ধোয়াশা তৈরি করলেও ম্যাচের আগের দিন একাদশ জানিয়ে দিয়েছে ইংল্যান্ড। একাদশে নেই পেসার জেমস অ্যান্ডারসন। অ্যান্ডারসন না থাকলেও দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরছেন বেন স্টোকস।

ইংল্যান্ডের হয়ে উইকেটের পিছনে দায়িত্ব পালন করবেন জস বাটলার। ওপেনিংয়ে ররি বার্নসের সঙ্গী হবেন হাসিব হামিদ।

ইংল্যান্ডের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন স্টুয়ার্ট ব্রড। তার সঙ্গী হবে ওলি রবিনসন, ক্রিস ওকস এবং মার্ক উড।

১২ সদস্যের স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন উইকেটরক্ষক ব্যাটার ওলি পোপ। জস বাটলার না থাকায় তার একাদশে জায়গা না পাওয়াটা নিশ্চিত। ইংল্যান্ড একাদশে একমাত্র পেসার হিসেবে থাকবেন জ্যাক লিচ।

ইংল্যান্ড স্কোয়াড
জো রুট (অধিনায়ক) স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, হাসিব হামিদ, জ্যাক লিচ, ডেভিড মালান, ওলি পোপ, ওলি রবিনসন, বেন স্টোকস, ক্রিস ওকস, মার্ক উড।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

নিয়মের কাছে হার, পার্থে হচ্ছে না অ্যাশেজ

নিয়মের কাছে হার, পার্থে হচ্ছে না অ্যাশেজ

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

অ্যাশেজে হবে আমার অধিনায়কত্বের পরীক্ষা : রুট

দ্য হানড্রেডে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে ইসিবি

দ্য হানড্রেডে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক বাড়াচ্ছে ইসিবি

হোবার্ট হ্যারিকেন্সের সহকারী কোচের দায়িত্বে ইয়ান বেল

হোবার্ট হ্যারিকেন্সের সহকারী কোচের দায়িত্বে ইয়ান বেল