অ্যাশেজে রুট-মালানের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১০ ডিসেম্বর ২০২১
অ্যাশেজে রুট-মালানের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে ইংল্যান্ড

ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনে ট্রাভিস হেডের ব্যাটে ভর করে নিজেদের লিডটা আরও বাড়িয়ে নিয়েছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে না পারলেও দ্বিতীয় ইনিংসে জো রুট এবং ডেভিড মালানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড।

দ্বিতীয় দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছিল অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেড। তৃতীয় দিনের শুরুতেই দেড়শ রানের মাইলফলক ছুয়ে ফেলেন হেড। তার ব্যাটে ভর করেই ৪২৫ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।

জবাবে ব্যাট হাতে নেমে শুরুতেই দুই উইকেট হারিয়ে বসে ইংল্যান্ড। তবে দলকে আর বিপদে পড়তে দেননি দুই অভিজ্ঞ ব্যাটার জো রুট এবং ডেভিড মালান। দুইজন মিলে গড়ে তোলেন ১৫৯ রানের জুটি। 

দুই ওপেনার হাসিব হামিদ এবং ররি বার্নস, দলকে এগিয়ে নেওয়ার চেষ্টায় ছিলেন। দলকে কাঙ্খিত সে সাফল্য এনে দিতে পারেননি তারা। দুই ওপেনার ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার বোলারদের বেশ ভালোভাবেই সামলেছেন দুই ব্যাটার রুট এবং মালান। দুইজনই দাঁড়িয়ে আছেন সেঞ্চুরির দোড়গোড়ায়।

তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার ৪২৫ রানের জবাবে ২২০ রান তুলেছে ইংল্যান্ড। এখনও ৫৮ রানে পিছিয়ে আছে সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড (প্রথম ইনিংস)- ১৪৭/১০ (৫০.১ ওভার)
(বাটলার ৩৯, পোপ ৩৫; কামিন্স ৫/৩৮, স্টার্ক ২/৩৫, হ্যাজেলউড ২/৪২)
অস্ট্রেলিয়া (প্রথম ইনিংস)- ৪২৫/১০ (১০৪.৩ ওভার)
(হেড ১৫২, ওয়ার্নার ৯৪, ল্যাবুশেন ৭৪; রবিনসন ৩/৫৮, উড ৩/৮৫)
ইংল্যান্ড (দ্বিতীয় ইনিংস)- ২২০/২ (৭০ ওভার)
(মালান ৮০*, রুট ৮৬*, কামিন্স ১/৪৩)

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :