অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন কামিন্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৮ এএম, ১৬ ডিসেম্বর ২০২১
অ্যাডিলেড টেস্ট থেকে ছিটকে গেলেন কামিন্স

অ্যাশেজের প্রথম টেস্টে দারুণ এক জয় তুলে নিয়েছিল অস্ট্রেলিয়া। দারুণ পারফর্ম করে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন প্যাট কামিন্স। তবে সিরিজের দ্বিতীয় টেস্টেই থাকছেন কামিন্স। ম্যাচ শুরুর আগ মুহূর্তে এমনটা জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। কামিন্সের বদলি হিসেবে দলকে নেতৃত্ব দিবেন স্টিভেন স্মিথ।

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে কামিন্সের সাথে একজনের যোগাযোগ হয়েছে যার শরীরে মিলেছে করোনাভাইরাসের উপস্থিতি। এ কারণেই অস্ট্রেলিয়ান অধিনায়ককে সাত দিনের আইসোলেশনে রেখেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

কামিন্সের অনুপস্থিতিতে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্যাট কামিন্স। এর আগে সর্বশেষ ২০১৮ সালে প্রথমবারের মতো অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ট্র্যাভিস হেড।

অধিনায়ক প্যাট কামিন্সের বদলি হিসেবে অ্যাডিলেড টেস্টে জায়গা পেয়েছেন মাইকেল নেসার। ৪৬২তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক ম্যাচ খেলবেন কামিন্স।

সাউদার্ন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, বুধবার অ্যাডিলেড এক রেস্তোরায় কামিন্সের সাথে একজনের সংস্পর্শ ঘটেছে। যিনি কিনা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ কারণেই তাকে আইসোলেশনে রাখা হয়েছে। যদিও এরপরে করানো করোনা টেস্টে নেগেটিভ ছিলেন কামিন্স।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, কামিন্স দলের জৈব সুরক্ষা নীতিমালা ভাঙেনি। অস্ট্রেলিয়া টিম ম্যানেজমেন্টের আশা মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মাঠে ফিরবেন তিনি। কামিন্সের ছিটকে যাওয়ার কারণে শীর্ষ দুই পেসার ছাড়াই মাঠে নামছে অস্ট্রেলিয়া।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :